shono
Advertisement

দুর্বল হয়ে বাংলাদেশে প্রবেশ ফণীর, ঝড়বৃষ্টিতেই প্রাণহানি অন্তত ১৬ জনের

শক্তি হারিয়ে ঘূর্ণিঝড় নিম্নচাপে পরিণত হওয়াতেই ঝড়বৃষ্টি৷ The post দুর্বল হয়ে বাংলাদেশে প্রবেশ ফণীর, ঝড়বৃষ্টিতেই প্রাণহানি অন্তত ১৬ জনের appeared first on Sangbad Pratidin.
Posted: 03:55 PM May 04, 2019Updated: 03:55 PM May 04, 2019

সুকুমার সরকার, ঢাকা: আবহবিদদের অঙ্ক মেনে সময়মতোই বাংলাদেশে ঢুকেছে ঘূর্ণিঝড় ফণী৷ তবে তা অনেকটাই দুর্বল৷ ফণীর প্রভাবে শুক্রবার সকাল থেকেই ঝড়বৃষ্টি শুরু হয়েছিল উপকূলবর্তী জেলাগুলিতে৷ শনিবার যশোর হয়ে ঢাকা, ময়মনসিং দিয়ে স্থলভাগে প্রবেশের জেরে কোথাও কোথাও বৃষ্টির পরিমাণ বেড়েছে৷ সঙ্গে ঘণ্টায় প্রায় ৮০ কিলোমিটার বেগে হাওয়া ছিল৷ ইতিমধ্যে ঝড় ও বজ্রপাতে সেদেশে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ১৬৷

Advertisement

[আরও পড়ুন : ফণা তুলল ফণী, বাংলাদেশের উপকূলীয় জেলাগুলিতে শুরু প্রবল ঝড়বৃষ্টি]

তবে দুপুরের সঙ্গে সঙ্গে ফণীর শক্তি একেবারেই কমে তা নিম্নচাপে পরিণত হয়ে গিয়েছে৷ তার গতিবিধি দেখে দুপুর দেড়টা নাগাদ আবহাওয়া দপ্তরের অধিকর্তারা জানান, বিপদ কেটে গিয়েছে৷ ফণী এবার পাবনা, টাঙ্গাইলের পর সীমান্তবর্তী সিলেট হয়ে অসম, মেঘালয়ের দিকে চলে যাবে৷ তবে তার আগেই স্থল নিম্নচাপে পরিণত হওয়ায় তাণ্ডব প্রায় কিছুই থাকবে না বলে পূর্বাভাস৷ যদিও বাংলাদেশের উপকূলবর্তী জেলাগুলিতে নিম্নচাপের জেরে আগামী ২৪ ঘণ্টা বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে৷ রবিবার পর্যন্ত মাঝারি থেকে ভারী বৃষ্টি হবে উত্তর-পূর্বাংশে৷ তবে প্রচুর বৃষ্টিপাত হলেও, এই মুহূর্তে বন্যার কোনও আশঙ্কা নেই বলেও আশ্বস্ত করা হয়েছে আবহাওয়ার দপ্তরের তরফে৷ সমুদ্র বন্দরগুলিতে বিপদ সংকেত জারি রয়েছে৷ পায়রা ও মোংলা সমুদ্রবন্দরে ৭ নম্বর, চট্টগ্রাম বন্দরে ৬ নম্বর বিপদ সংকেত এবং কক্সবাজার সমুদ্রবন্দরে ৪ নম্বর সংকেত বহাল রেখেছে আবহাওয়া বিভাগ।

[আরও পড়ুন : ফণীর ছোবল থেকে বাঁচতে ঈশ্বরই ভরসা! প্রার্থনা করতে বললেন হাসিনা]

তবে ফণী খানিকটা দুর্বল হয়ে বাংলাদেশে ঢুকলেও, তার দাপট এবং প্রবল ঝড়বৃষ্টিতে প্রাণহানির সংখ্যা নিতান্ত কম নয়৷ বরগুনার পাথরঘাটায় ঘর ভেঙে দিদা ও নাতির মৃত্যু হয়েছে৷ ভোলা জেলা সদরের দক্ষিণ দিঘলি ইউনিয়নে একইভাবে মৃত্যুর মুখে পড়েছেন এক গৃহবধূ৷ সাতক্ষীরার গাইনবাড়িতে আশ্রয় শিবিরের মধ্যেই মৃত্যু হয়েছে ৯২ বছরের এক বৃদ্ধার৷ কিশোরগঞ্জে বজ্রপাতে ছ’জনের প্রাণহানি ঘটেছে৷ সবমিলিয়ে এখনও পর্যন্ত মৃতের সংখ্যা ১৬৷ ফণীর দাপটে দেশের অনেক এলাকা বিদ্যুৎহীন৷ চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে জেনারেটরের সাহায্যে চলছে জরুরি পরিষেবা৷

The post দুর্বল হয়ে বাংলাদেশে প্রবেশ ফণীর, ঝড়বৃষ্টিতেই প্রাণহানি অন্তত ১৬ জনের appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement