shono
Advertisement

বঙ্গোপসাগর থেকে ৪৮ ঘণ্টার মধ্যে ধেয়ে আসছে সাইক্লোন

তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী ভি নারায়ণস্বামী জানিয়েছেন, সরকারের তরফে সব দিক থেকে সতর্কতা জারি করা হচ্ছে৷ The post বঙ্গোপসাগর থেকে ৪৮ ঘণ্টার মধ্যে ধেয়ে আসছে সাইক্লোন appeared first on Sangbad Pratidin.
Posted: 09:11 PM Nov 30, 2016Updated: 03:41 PM Nov 30, 2016

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বঙ্গোপসাগর থেকে ধেয়ে আসছে সাইক্লোন৷ আগামী ৪৮ ঘণ্টার মধ্যে যা আছড়ে পড়বে তামিলনাড়ু উপকূলে৷ বুধবার আবহাওয়া দফতরের তরফে এমনই সতর্কতা জারি করা হল৷

Advertisement

এর ফলে আগামিকাল অর্থাৎ বৃহস্পতিবার তামিলনাড়ু এবং পুদুচেরির কুড্ডালোর ও ভেদারানয়ামের মধ্যে ধস নামার সম্ভাবনা রয়েছে বলেও হাওয়া অফিস সূত্রে খবর৷ পাশাপাশি চেন্নাইয়ে আগামী ২৪ ঘণ্টায় ভারী এবং শুক্রবার অতি ভারী বৃষ্টি হতে পারে বলেও জানানো হয়েছে৷

আপাতত দক্ষিণ-পূর্ব চেন্নাই থেকে ৭৭০ কিলোমিটার দূরে অবস্থান করছে ঘূর্ণিঝড় ‘নাডা’৷ বঙ্গোপসাগরে জন্ম নেওয়া সাইক্লোন বৃহস্পতিবার ঘণ্টায় ৪৫-৫৫ কিলোমিটার বেগে ধেয়ে আসবে তামিলনাড়ু ও পুদুচেরি উপকূলে৷ শুক্রবার যার গতিবেগ আরও ১০ কিলোমিটার বাড়বে বলে খবর৷ এর ফলে ক্ষতিগ্রস্ত হতে পারে উপকূলবর্তী একাধিক এলাকা৷ ইতিমধ্যেই মৎস্যজীবীদের উপকূলে যাওয়ার উপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে৷ তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী ভি নারায়ণস্বামী জানিয়েছেন, সরকারের তরফে সব দিক থেকে সতর্কতা জারি করা হচ্ছে৷ ঘূর্ণিঝড়ের জেরে উপকূলবর্তী এলাকা খালি করা হতে পারে৷ সেক্ষেত্রে সেই এলাকার বাসিন্দাদের জন্য অস্থায়ী ক্যাম্পের ব্যবস্থাও করা হচ্ছে৷ এছাড়া বন্যা রুখতে সমস্ত নর্দমা পরিষ্কার করার কাজ শুরু হয়ে গিয়েছে৷

The post বঙ্গোপসাগর থেকে ৪৮ ঘণ্টার মধ্যে ধেয়ে আসছে সাইক্লোন appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement