নন্দিতা রায়, নয়াদিল্লি: পিএফে ফাঁকি দিলে কড়া পদক্ষেপ করতে হবে। রাজ্যসভায় এমনই দাবি করলেন তৃণমূল সাংসদ ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। বুধবার জিরো আওয়ারে তিনি বিশেষ করে উল্লেখ করলেন বেসরকারি সংস্থার। জানালেন, অনেক সময়ই কর্মীদের পিএফ জমা দেয় না সংস্থাগুলি।
তৃণমূল সাংসদের দাবি, বিশেষত বাংলার জুট মিল ও চা বাগানের মালিকদের ক্ষেত্রে এমন প্রবণতা দেখা গিয়েছে। তিনি অভিযোগ করেন, রাজ্যের শ্রম দপ্তরের তরফে অতিরিক্ত কেন্দ্রীয় পিএফ কমিশনার ইন চার্জকে চিঠি লিখে কর্মীদের ন্যায়ের জন্য দাবি জানানো হলেও তিনি প্রক্রিয়াকে বিলম্বিত করছেন। পিএফে ফাঁকির ক্ষেত্রে কড়া পদক্ষেপ করতে হবে বলে দাবি জানান ঋতব্রত।
প্রসঙ্গত, গত ডিসেম্বরে জহর সরকারের ছেড়ে যাওয়া পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় রাজ্যসভার সাংসদ হন ঋতব্রত। তারপর থেকেই রাজ্যসভায় নানা বিষয়ে সরব হয়েছেন ঋতব্রত। যার মধ্যে অন্যতম চা বাগানের শ্রমিকদের মজুরি দিতে বিলম্বের অভিযোগ। উত্তরবঙ্গের চা বাগানগুলিতে মজুরি বিলম্ব একটি দীর্ঘকালীন সমস্যা। যেখানে বারংবার শ্রমিক সংগঠন এবং রাজনৈতিক নেতাদের পক্ষ থেকে শ্রমিকদের আর্থিক নিরাপত্তা এবং কাজের পরিবেশ উন্নতর করার দাবি জানানো হয়।