সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আরও ৪ শতাংশ মহার্ঘ ভাতা বাড়ছে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের। সব ঠিক থাকলে সেপ্টেম্বরের শেষদিকে বা অক্টোবরের প্রথম সপ্তাহেই ডিএ বৃদ্ধির কথা ঘোষণা করা হবে। নতুন সিদ্ধান্তের সুবিধা পাবেন পেনশনভুগীরাও।
সূত্রের দাবি, সপ্তম বেতন কমিশনের অধীনে বর্তমানে ৪২ শতাংশ হারে DA পান কেন্দ্রীয় সরকারি কর্মীরা। নতুন ঘোষণার ফলে ডিএ বেড়ে ৪৬ শতাংশ হচ্ছে। এর ফলে ১ কোটির উপরে সরকারি কর্মচারী ও পেনশনভোগী সুবিধা পাবেন। প্রাথমিকভাবে জানা গিয়েছে ১ জুলাই ২০২৩ থেকে এই বর্ধিত ডিএ লাগু হবে। সরকারি কর্মীরা জুলাই এবং আগস্ট মাসের বর্ধিত ডিএ এরিয়ার আকারে পাবেন।
[আরও পড়ুন: আদিবাসীকে চটি খুলে বেদম মার! বিতর্কের মুখে অভিযুক্ত নেতাকে বহিষ্কার বিজেপির]
কেন্দ্রীয় সরকারি কর্মীদের মহার্ঘ্য ভাতা বৃদ্ধি মোটামুটিভাবে হয় বাজারদরের উপর নির্ভর করে। এর জন্য সরকারের শ্রম মন্ত্রকের অধীনস্থ সংস্থা শ্রম ব্যুরো অত্যাবশ্যকীয় পণ্যের পাইকারি মূল্যের হিসাব করে জিনিসপত্রের বর্ধিত বাজারদর ঠিক করে। জানা গিয়েছে, শ্রম ব্যুরো গত ৩১ জানুয়ারি বর্ধিত বাজারমূল্য ৪.২৪ শতাংশ নির্ধারণ করে রিপোর্ট জমা দিয়েছে। সেটার প্রেক্ষিতেই ৪ শতাংশ মহার্ঘ্য ভাতা বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে মোদি সরকার।
[আরও পড়ুন: কর্নাটকে নিষিদ্ধ হচ্ছে হুক্কাবার! ২১ বছরের আগে সিগারেট টানলেই কঠিন সাজা]
কেন্দ্রের এই নয়া সিদ্ধান্ত কার্যকর হলে রাজ্য সরকারি কর্মীদের সঙ্গে কেন্দ্র সরকারি কর্মীদের ডিএ’র ফারাক আরও বাড়বে। রাজ্য সরকারি কর্মীদের দাবি, রাজ্য ও কেন্দ্র সরকারের কর্মীদের DA’র ফারাক ৪০ শতাংশে গিয়ে দাঁড়াবে। ফলে রাজ্য সরকারি কর্মীদের হতাশা আরও বাড়তে চলেছে।