সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: অতিমারী উত্তর পর্বে ডুবন্ত বলিউডের রাশ একা হাতে টেনেছিলেন শাহরুখ খান (Shah Rukh Khan)। পঞ্চাশোর্ধ্ব অভিনেতার কেরামতি দেখে প্রাণে বল ফিরে পেয়েছিল বলিউডের নবীন প্রজন্মও। আর সেই বেতাজ বাদশাকেই কিনা চলতি বছরের ফিল্মফেয়ার পুরস্কারে ব্রাত্য থাকতে হয়েছে! অনুরাগীরাও আক্ষেপ করে প্রশ্ন তুলেছিলেন, ‘ফিল্মফেয়ার কি ভুলে গেল?’ কিন্তু চব্বিশের দাদাসাহেব ফালকে পুরস্কার (Dadasaheb Phalke Award) সেই ক্ষততে সম্ভবত ‘মলম’ লাগিয়ে দিল। শাহরুখ খান নিজেও সেরা অভিনেতার পুরস্কার পেয়ে আপ্লুত। এদিনের অনুষ্ঠানে তাঁর বক্তৃতায় সেই ইঙ্গিতই পাওয়া গেল।
দীর্ঘ কয়েক বছর ধরে সেরা অভিনেতার পুরস্কার অধরা বলিউড বাদশার। তবে তেইশের ব্লকবাস্টার ‘জওয়ান’ এবার শাহরুখের ঝুলিতে এনে দিল দাদাসাহেব ফালকে পুরস্কার। যার জন্য আবেগে ভাসছেন সুপারস্টার নিজেও। বললেন, “সমস্ত জুড়ি সদস্যদের ধন্যবাদ, যাঁরা আমাকে সেরা অভিনেতার পুরস্কারের জন্য যোগ্য বলে মনে করেছেন। তাছাড়া বহু বছর হয়ে গিয়েছে, আমি সেরা অভিনেতার পুরস্কার পাইনি। ভেবেছিলাম, আর হয়তো কোনওদিনই পাব না। তাই আমি খুব খুশি হয়েছি। আমি পুরস্কার পেতে খুব ভালোবাসি। আসলে আমি একটু লোভী।”
শুধু তাই নয়, ভবিষ্যতে আরও কঠোর পরিশ্রম করার প্রতিজ্ঞাও নিলেন শাহরুখ খান। বললেন, “ভারতীয় দর্শকদের আরও এন্টারটেইন করতে আরও পরিশ্রম করব। আমি প্রতিজ্ঞা করছি! নাচ-গান, অ্যাকশন, রোম্যান্স যা করতে হয় করব তার জন্য। পর্দায় ভিলেন হতে হলেও হব।”
বাদশার হাতে দাদাসাহেব ফালকে পুরস্কার দেখে যখন দর্শকাসনে বসে বিধু বিনোদ চোপড়া উচ্ছ্বাস প্রকাশ করছেন, সেটাও কিন্তু ‘জওয়ান’ তারকার নজর এড়ায়নি। মঞ্চ থেকেই বললেন, “ওই যে দেখুন আমি পুরস্কার জেতায় বিধু বিনোদ চোপড়া আমার থেকে বেশি খুশি। এই পুরস্কার আমাদের দুজনের জন্যই।” পরিচালক অ্যাটলি, অভিনেত্রী নয়নতারা, বিজয় সেতুপতি থেকে শুরু করে গোটা টিমকেই ধন্যবাদ জানিয়েছেন শাহরুখ খান। এর আগে ‘হ্যাপি নিউ ইয়ার’ ছবির জন্যও দাদাসাহেব ফালকে পেয়েছিলেন তিনি।
[আরও পড়ুন: ভামিকার পর বিরুষ্কার সংসারে অকায়, ছেলের নামের অর্থ কী?]
তেইশের শুরুতে জানুয়ারি মাসে ‘পাঠান’ উপহার দিয়ে ইঙ্গিত দিয়েছিলেন ‘পিকচার অভি বাকি হ্যায়…।’ তারপর ‘জওয়ান’ নতুন মাইলস্টোন গড়েছে আন্তর্জাতিক আঙিনাতেও। বছরশেষে ‘ডাঙ্কি’র বক্স অফিস ফল আশানুরূপ না হলেও শাহরুখ খান কিন্তু বলিউডকে গতবছর একাই আড়াই হাজার কোটির ব্যবসা দিয়েছেন। তারকাখচিত ফিল্মফেয়ারের আসরে বাদশাকে এবার দেখাও যায়নি। অতীতে যদিও ১৫টি ফিল্মফেয়ার পুরস্কার জিতেছেন শাহরুখ। তবে ৬৯তম অনুষ্ঠানে বলিউডের হাল ফেরানো শাহরুখের হাতে কোনও অ্যাওয়ার্ডই ওঠেনি। এবার পাঁচ বছর বাদে প্রত্যাবর্তন করা শাহরুখকে দাদাসাহেব ফালকে পুরস্কারে সম্মানিত করা হল।