সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ছেলের বিরুদ্ধে মহিলাকে উত্যক্ত করার অভিযোগ তুলে প্রবীণ দলিত দম্পতিকে বেঁধে মার। পাশাপাশি পরানো হল জুতোর মালা। শুক্রবার এমনই ঘটনার অভিযোগ উঠল মধ্যপ্রদেশের অশোকনগর জেলায়। এই ঘটনায় ১০ জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করে তদন্ত শুরু করেছে পুলিশ। জানা যাচ্ছে, পুলিশ ঘটনার তদন্ত শুরু করতেই এলাকা ছাড়া অভিযুক্ত ১০ যুবক।
প্রাথমিক ভাবে জানা যাচ্ছে, দীর্ঘদিন আগে অভিযুক্তদের একজনের স্ত্রীর উদ্দেশে কটুক্তি করেছিলেন ওই দম্পতির ছেলে বলে অভিযোগ। সেই ঘটনায় এলাকার পরিস্থিতি উত্তাল হয়ে উঠলে গ্রামছাড়া হতে হয় ওই দলিত পরিবারকে। মাঙ্গলি থানা সূত্রে জানা যাচ্ছে, সম্প্রতি গ্রামে ফিরে এসেছিল ওই পরিবার। এর পরই তাদের ফের গ্রামছাড়া করতে তাঁদের উপর হামলা চালায় গ্রামের ১০ যুবক। ৬৫ ও ৬০ বছর বয়সি ওই দম্পতিকে পোস্টে বেঁধে ব্যাপক মারধর করা হয়। এর পর তাঁদের জুতোর মালা পরতে বাধ্য করা হয়। দীর্ঘক্ষণ ধরে এই নির্যাতন চলার পর হামলাকারীদের হাত থেকে রেহাই পান ওই দম্পতি।
[আরও পড়ুন: মর্মান্তিক! রোগ সারাতে ৫ দিনের শিশুকে রোদে রাখার পরামর্শ ডাক্তারের, বেঘোরে গেল প্রাণ]
ঘটনায় নির্যাতিত, অপমানিত ওই দলিত দম্পতি এর পর মাঙ্গলি থানায় ১০ জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন। সেই মতো অভিযুক্তদের বিরুদ্ধে একাধিক ধারায় অভিযোগ দায়ের করে তদন্ত শুরু করেছে পুলিশ। প্রশাসনের তরফে জানানো হয়েছে, গোটা ঘটনার তদন্ত শুরু হয়েছে। ঘটনার পর থেকেই এলাকা ছেড়ে পালিয়েছে ওই ১০ জন। তাঁদের খোঁজে শুরু হয়েছে তল্লাশি অভিযান।
[আরও পড়ুন: বড় পরিবার, সদস্য সংখ্যা কমাতে ২ সৎ বোনকে ‘খুন’ নাবালিকা দিদির!]
উল্লেখ্য, মধ্যপ্রদেশে এহেন দলিত নির্যাতনের ঘটনা অবশ্য প্রথমবার নয়। এর আগে এই রাজ্যে এক আদিবাসী যুবকের মুখে ‘বিজেপি কর্মী’র প্রস্রাব করার ভিডিও ভাইরাল হয়েছিল। গ্রেপ্তারও করা হয়েছিল প্রবেশ শুক্লা নামের ওই অভিযুক্তকে। এদিকে আক্রান্তের পা ধুইয়ে দিয়ে ক্ষমাও চান মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান (Shivraj Singh Chouhan)। সেবার ভোটের মুখে খোদ মুখ্যমন্ত্রী ক্ষমা চেয়ে পরিস্থিতি সামাল দিলেও আজও সমানে চলছে সেই ট্র্যাডিশন।