shono
Advertisement

‘দামি উপহার, বিদেশে বেড়ানোর খরচ, সব দিয়েছি’, মহুয়ার বিরুদ্ধে বিস্ফোরক দর্শন হীরানন্দানি

সাদা কাগজের বিবৃতির সত্যতা নিয়ে প্রশ্ন মহুয়ার।
Posted: 09:05 AM Oct 20, 2023Updated: 02:04 PM Oct 20, 2023

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মহাবিপাকে তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র। এবার তাঁর বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ করলেন শিল্পপতি দর্শন হীরানন্দানি। একাধিক সর্বভারতীয় সংবাদমাধ্যমে ছড়িয়ে পড়া এক বিবৃতিতে হীরানন্দানি দাবি করেছেন, ব্যবসায়িক সুবিধা পাইয়ে দেওয়ার নামে তাঁর কাছ থেকে অন্যায্য সুবিধা নিয়েছেন মহুয়া। যদিও তৃণমূল (TMC) সাংসদ পালটা ওই বিবৃতির সত্যতা নিয়ে প্রশ্ন তুলেছেন।

Advertisement

হীরানন্দানি গ্রুপের কাছে আর্থিক সুবিধা নিয়ে আদানি গোষ্ঠীর বিরুদ্ধে প্রশ্ন করেছেন মহুয়া (Mohua Moitra)। দিন কয়েক আগে এই অভিযোগ তুলে জাতীয় রাজনীতিতে তোলপাড় ফেলে দিয়েছেন বিজেপি সাংসদ নিশিকান্ত দুবে। বিজেপি সাংসদ সেই অভিযোগ করার পরই হীরানন্দানি গ্রুপের তরফে বিবৃতি দিয়ে সব অভিযোগ অস্বীকার করা হয়। অথচ তাঁর দিন দুয়েক বাদেই সাদা কাগজে লেখা দর্শন হীরানন্দানির একটি বিবৃতি জাতীয় সংবাদমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ওই বিবৃতিতে মহুয়ার বিরুদ্ধে একের পর এক বিস্ফোরক দাবি করেছেন দর্শন (Darshan Hiranandani)। যা কার্যত বিজেপি সাংসদের অভিযোগকে মান্যতা দেয়। যদিও ওই বিবৃতির সত্যতা নিয়ে প্রশ্ন রয়েছে।

[আরও পড়ুন: মামলা বেশি, লোকবল কম! চাপ সামলাতে রাজ্য পুলিশের কর্মী চাইছে CBI]

ওই বিবৃতিতে বলা হয়েছে, দর্শন হীরানন্দানি ব্যবসায়ীক সুবিধা পাওয়ার আশায় মহুয়াকে অতি দামি উপহার, বিদেশে ছুটি কাটানোর খরচ, দিল্লির বাংলো মেরামত করে দেওয়ার মতো বেশ কিছু অন্যায্য সুবিধা দিয়েছেন। সেই সঙ্গেই ওই বিবৃতিতে দাবি করা হয়েছে, মহুয়া নাকি দর্শন হীরানন্দানিকে সংসদের ওয়েবসাইটের লগ ইন পাসওয়ার্ড পর্যন্ত দিয়েছেন। মহুয়ার হয়ে লোকসভার ওয়েবসাইটে তিনিই গৌতম আদানি ও আদানি শিল্পগোষ্ঠীর বিরুদ্ধে প্রশ্ন পোস্ট করেছেন। এই অভিযোগ রীতিমতো আপত্তিকর। সত্য প্রমাণিত হলে মহুয়ার সাংসদ পদ চলে যেতে পারে।

[আরও পড়ুন: স্ত্রীকে খুন করে আগুন লাগিয়ে প্রমাণ লোপাটের চেষ্টা! বউবাজারে গ্রেপ্তার স্বামী]

যদিও তৃণমূল সাংসদ পালটা ওই বিবৃতির সত্যতা নিয়ে প্রশ্ন তুলেছেন। তিনি বলছেন, জাতীয় সংবাদমাধ্যমে যে বিবৃতি ছড়িয়ে পড়েছে সেটা সাদা কাগজে লেখা। হীরানন্দানি গ্রুপের লেটারহেডে লেখা নয়। মাথায় বন্দুক না ঠেকালে ভারতের অন্যতম সম্মানীয় ব্যবসায়ী এই ধরনের কোনও বিবৃতি লিখবেন না। তাছাড়া দর্শন হীরানন্দানিকে কোনও তদন্তকারী সংস্থা তলব করেনি। তাহলে এই বিবৃতি তিনি কাকেই বা জমা দিলেন, আর এটা এলই বা কোথা থেকে? তৃণমূল সাংসদের সরাসরি অভিযোগ, বিজেপি (BJP) আইটি সেলের কোনও অর্ধশিক্ষিত কর্মী হীরানন্দানির নামে এই বিবৃতিটি লিখেছেন।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement