shono
Advertisement

Breaking News

শ্বশুরবাড়িতে দর্শনার দিন কেমন কাটছে? মনের কথা জানালেন অভিনেত্রী

শুক্রবার সৌরভের সঙ্গে সাত পাকে বাঁধা পড়েন দর্শনা।
Posted: 02:16 PM Dec 18, 2023Updated: 04:40 PM Dec 18, 2023

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দর্শনা-সৌরভের বিয়ে নিয়ে হইচই পড়ে গিয়েছিল গোটা টলিপাড়ায়। বহুদিন বাদে বিগ ফ্যাট ওয়েডিং দেখল গোটা শহর। ভিন্টেজ রোলস রয়্যাসে করে নতুন বউ দর্শনাকে নিয়ে বাড়িতে ফিরেছেন সৌরভ। গোটা শহর দেখেছে সেই দৃশ্য। এমনকী,দর্শনার হাতে ভাত-কাপড় দিয়ে, টুক করে তাঁকে প্রণামও করেছেন সৌরভ। সে ভিডিও ভাইরাল হয়েছে সোশাল মিডিয়ায়। এই মুহূর্তে দর্শনা- সৌরভের সব বিয়ের অনুষ্ঠান শেষ। তা শ্বশুরবাড়িতে কেমন কাটছে অভিনেত্রীর নতুন জীবন?

Advertisement

সংবাদ মাধ্যমকে দর্শনা জানিয়েছেন, ”আসলে একের পর এক অনুষ্ঠান। নানা ধরনের নিয়ম-কানুন। এর মধ্যে দিয়েই দিন ঝটপট কেটে যাচ্ছে। এখনও বুঝে উঠতে পারিনি শ্বশুরবাড়িতে এসেছি। এসব মিটলে হয়তো ঠিক টের পাবো। আনন্দের মধ্যেই দিয়েই সবার সঙ্গে দিন কাটছে।”

বাঙালি রীতি মেনে বিয়ে করেছেন সৌরভ-দর্শনা। হবু দম্পতির জন্য আইবুড়ো ভাবে এলাহি আয়োজন করেছিলেন বন্ধুরা। মাথায় টোপর পড়ে নাচতে নাচতে আইবুড়ো ভাত খেতে যান সৌরভ। দর্শনার মাথাতেও ছিল শোলার মুকুট। তার পর শুক্রবার পূর্ব কলকাতার এক বিলাসবহুল হোটেলে বিয়ের আসর সেজে ওঠে।

[আরও পড়ুন: ‘বাঙালিরা অ্যানিম্যাল নিয়ে হইহই করে কিন্তু জিতের মানুষ দেখে না!’, বিস্ফোরক ‘প্রধান’ দেব]

শুক্রবার গোধূলি লগ্নে সৌরভ-দর্শনার চার হাত এক হয়। শীতের বিয়েবাড়িতে সেজেগুজে হাজির হন তারকা অতিথিরা। নীল, তৃণা, ইশা, ঊষসী, সবস্যাচীদের পাশাপাশি দেখা যায় বাংলার ‘দাদা’ সৌরভ গঙ্গোপাধ্যায়কেও।

প্রসঙ্গত, ২০১৭ সাল নাগাদ সৌরভ দাস এবং অনিন্দিতা বসুর মধ্যে প্রেমের সম্পর্কের খবর শোনা যায়। বহু বছর তাঁরা একসঙ্গেও থেকেছেন । ‘গুটি মল্লার’-এর শুটিং করতে গিয়েই প্রেমে পড়েছিলেন এই টলিজুটি। সম্পর্ক নিয়েও কোনও দিন রাখ ঢাক করেননি। তবে হঠাৎই সেই সম্পর্ক ভাঙে। তবে ওসব এখন অতীত। এখন সৌরভের মন জুড়ে পুরোটাই দর্শনা।

[আরও পড়ুন: নিন্দা-বিতর্ককে সঙ্গী করেই ৯০০ কোটির দুয়ারে ‘অ্যানিম্যাল’, তেইশের ব্লকবাস্টার ক্লাবে রণবীর]

 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement