shono
Advertisement

বাড়ল আধার লিঙ্কের মেয়াদ, কতদিন বাড়ল সময়সীমা?

সিদ্ধান্ত কেন্দ্রের... The post বাড়ল আধার লিঙ্কের মেয়াদ, কতদিন বাড়ল সময়সীমা? appeared first on Sangbad Pratidin.
Posted: 04:47 PM Oct 25, 2017Updated: 11:17 AM Oct 25, 2017

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: যে কোনও সামাজিক প্রকল্পের সুবিধা পেতে আধার লিঙ্কের মেয়াদ বাড়ল। আগামী বছরের ৩১ মার্চ পর্যন্ত বাড়ানো হল সময়সীমা। বুধবার সুপ্রিম কোর্টকে এই বিষয়টি জানিয়েছে কেন্দ্র। গরিব মহিলাদের বিনামূল্যে রান্নার গ্যাস, কেরোসিন, ভরতুকিযুক্ত দামে সার, মনরেগা-র মতো প্রকল্পের সুবিধা পেতে এখনই বাধ্যতামূলক হচ্ছে না আধার।

Advertisement

[আপনার কি পিএফ অ্যাকাউন্ট রয়েছে? তাহলে জেনে নিন এই খুশির খবর]

অ্যাডভোকেট জেনারেল কে কে বেণুগোপাল শীর্ষ আদালতকে জানিয়েছেন, যাঁদের আধার নেই তাঁদের বিরুদ্ধে এখনই কোনও ব্যবস্থা গ্রহণ করছে না কেন্দ্র। অর্থাৎ, যাঁদের আধার কার্ড নেই, তাঁরাও এবার আগামী বছরের ৩১ মার্চ পর্যন্ত তাঁরা সমস্ত প্রকল্পের সুবিধা পাবেন।

Learn how to easily get details of your nearest #Aadhaar enrolment/update centre. pic.twitter.com/uvBQw3AxVR

— Ravi Shankar Prasad (@rsprasad) October 22, 2017

এর আগেও আধার লিঙ্কের মেয়াদ একদফা বেড়েছিল। প্রথমে ৩০ সেপ্টেম্বর থেকে মেয়াদ বাড়িয়ে চলতি বছরের ৩১ ডিসেম্বর পর্যন্ত করা হয়েছিল। এবার আরও একদফা সেই মেয়াদ বাড়ানো হল। কেন্দ্র সরকারের আধার বাধ্যতামূলক করার বিরুদ্ধে সুপ্রিম কোর্টে পিটিশন দায়ের করেন বেশ কয়েকজন। আবেদনকারীদের দাবি, ব্যাঙ্ক অ্যাকাউন্ট, মোবাইল নম্বরের সঙ্গে আধার নম্বর যুক্ত করতে কেন্দ্রের চাপ ‘বেআইনি’। এতে ভারতীয় সংবিধানকে অমান্য করা হচ্ছে বলেও অভিযোগ আবেদনকারীদের। তবে সুপ্রিম কোর্ট এখনও আধার বাধ্যতামূলক করার বিষয়ে কোনও রায় শোনায়নি।

[ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে আধার লিঙ্ক, আপনি কি আদৌ সুরক্ষিত?]

The post বাড়ল আধার লিঙ্কের মেয়াদ, কতদিন বাড়ল সময়সীমা? appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement