সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: এভাবেও গোটা দুনিয়ার সামনে নিজেকে তুলে ধরা যায়। সেটা প্রমাণ করে দেখালেন অখ্যাত কীর্থনা বালাকৃষ্ণান (Keerthana Balakrishnan)। তামিলনাড়ুর (Tamilnadu) এই তরুণীর বাবা পেশায় ট্যাক্সিচালক। ২৩ বছরের সেই কীর্থনা উইমেন্স প্রিমিয়ার লিগের (Womens Premire League) অন্যতম দল মুম্বই ইন্ডিয়ান্সে (Mumbai Indians) নাম লেখালেন। নিলামের সঞ্চালিকা মল্লিকা সাগর (Mallika Sagar) তাঁর নাম নেওয়ার পরেই, ১০ লাখ টাকার বিনিময়ে কীর্থনা তুলে নেয় গতবারের চ্যাম্পিয়ন দল।
কীর্থনার এমন সাফল্যে স্বভাবতই তামিলনাড়ুর ক্রিকেট মহলে খুশির জোয়ার। সেই রাজ্য থেকে প্রথম মহিলা হিসেবে উইমেন্স প্রিমিয়ার লিগে নাম লেখানোর জন্য, তাঁর জন্য গলা ফাটালেন দীনেশ কার্তিক (Dinesh Karthik)। X হ্যান্ডেলে কীর্থনা ও তাঁর পরিবারের লড়াইয়ের কথা উল্লেখ করেছেন টিম ইন্ডিয়ার প্রাক্তন উইকেটকিপার।
[আরও পড়ুন: অস্ট্রেলিয়া-বধ বিশ্বাস জোগাবে দক্ষিণ আফ্রিকায়, দাবি সূর্যর, পিচ নিয়ে চিন্তায় রিঙ্কু]
পরিশ্রম, নিষ্ঠার কোনও বিকল্প নেই। সেটা সবার চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিলেন কীর্থনা। শনিবার কীর্থনার কাছে এল ডব্লিউপিএলের ডাক। ছেলেবেলা থেকে অনেক কষ্ট করে মানুষ। বাবা ট্যাক্সি চালান। সেই উপার্জন দিয়েই মেয়েকে ক্রিকেটার বানিয়েছেন। এবার ডব্লিউপিএলের মঞ্চে নজর কাড়তে চলেছে মেয়ে।
তামিলনাড়ুর প্রাক্তন ওপেনার অভিনব মুকুন্দের বাবা টিএস মুকুন্দের অ্যাকাডেমিতে ছেলেবেলা থেকে ক্রিকেট শিখেছেন কীর্থনা। এরপর তামিলনাড়ুর মহিলা দলে সুযোগ পান তিনি। সেখান থেকে ইন্ডিয়ান গ্রিন উইমেন্স, সাউথ জোন উইমেন্সে পারফরম্যান্স করার পর এবার উইমেন্স প্রিমিয়ার লিগে জায়গা করে নিলেন কীর্থনা।