shono
Advertisement

শহিদ বাবা, জলচোখেই পরীক্ষায় বসল ৩ মেয়ে

উরির সেনা ছাউনিতে পাক জঙ্গি হামলার ৪৮ ঘণ্টাও পেরোয়নি৷ বাবাকে হারিয়ে গালে তখনও টাটকা চোখের জলের সাদাটে শুকনো দাগ৷ The post শহিদ বাবা, জলচোখেই পরীক্ষায় বসল ৩ মেয়ে appeared first on Sangbad Pratidin.
Posted: 05:27 PM Sep 21, 2016Updated: 11:57 AM Sep 21, 2016

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বাবাকে কথা দিয়েছিল তিন জন, ভাল করে পড়াশোনা করবে৷ বাবা চলে গিয়েছেন৷ বাড়িয়ে গিয়েছেন কথা রাখার স্পৃহা৷ আর তাই মঙ্গলবার পরীক্ষা দিতে বসেছিল উরি হামলায় নিহত জওয়ান এস কে বিদ্যার্থীর তিন মেয়ে৷

Advertisement

উরির সেনা ছাউনিতে পাক জঙ্গি হামলার ৪৮ ঘণ্টাও পেরোয়নি৷ বাবাকে হারিয়ে গালে তখনও টাটকা চোখের জলের সাদাটে শুকনো দাগ৷ এরই মধ্যে ইউনিফর্ম পরে তৈরি হয় নেয় আরতি, অংশু ও অংশিকা৷ বেরিয়ে পড়ে পরীক্ষা দিতে৷ গয়ার রোটারি ক্যাম্পাস মেডিক্যাল ইউনিটের ডিএভি পাবলিক স্কুলে পড়ে তারা৷ তিনজন যথাক্রমে অষ্টম, ষষ্ঠ ও দ্বিতীয় শ্রেণির ছাত্রী৷ তাদের এই কঠোর মনোভাব ও ইচ্ছাশক্তি দেখে অবশ্য বিস্মিত প্রিন্সিপাল একে জানা৷ গর্বিতও৷ তিনি জানান, পুরো ডিএভি পাবলিক স্কুল ওদের পাশে রয়েছে৷ পাশে রয়েছে বাকি জওয়ানদেরও যাঁরা সন্ত্রাসবাদী হানায় শহিদ হয়েছেন৷

এদিন এসকে বিদ্যার্থী-সহ বাকি জওয়ানদের প্রতি শ্রদ্ধাজ্ঞাপন করে ডিএভি পাবলিক স্কুল৷ পরীক্ষাশেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলে আরতি৷ জানায় বাবার সঙ্গে শেষ দেখা হয়েছিল আগস্টে৷ বাড়িতে এসেছিলেন তিনি৷ “বাবা আমাদের পড়াশোনা নিয়ে অনেক খোঁজখবর নিলেন৷ আরও ভালভাবে এগিয়ে যাওয়ার পরামর্শ দিলেন৷ বাবার সেই স্বপ্ন আমি পূরণ করবই৷” দিদির গলায় গলা মেলায় খুদে অংশু-অংশিকাও৷

The post শহিদ বাবা, জলচোখেই পরীক্ষায় বসল ৩ মেয়ে appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement