shono
Advertisement

দেশে ফিরতে কাতর ‘ডন’ দাউদ ইব্রাহিম!

ভূতের মুখে রাম নাম! The post দেশে ফিরতে কাতর ‘ডন’ দাউদ ইব্রাহিম! appeared first on Sangbad Pratidin.
Posted: 02:47 PM Nov 01, 2016Updated: 09:17 AM Nov 01, 2016

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ভূতের মুখে রাম নাম!

Advertisement

দাউদের মুখে দেশে ফেরার বুলি!

উদ্ভট৷

তবে অবাস্তব নয়৷

দাউদ ইব্রাদিমের ভারতে ফেরার খবর সত্যি, জানাচ্ছে দক্ষিণ ভারতের এক ইংরেজি পত্রিকা৷ দেশের আন্ডারওয়ার্ল্ড সুপ্রিমোর ফেরা নিয়ে জল্পনা ছিল তুঙ্গে৷ বেশ কিছুদিন ধরেই৷ তবে খবরটির সত্যতা সম্প্রতি প্রকাশ্যে এনেছে ওই পত্রিকাটি৷ যেকোনও মুহূর্তে প্রাণনাশ হতে পারে– এই আশঙ্কায় পাকিস্তান ছাড়তে চাইছেন দাউদ৷ দেশে ফিরতে চাইছেন ডিসেম্বরের মধ্যেই৷

দক্ষিণ ভারতের পত্রিকাটি গত বছরের শেষেই ‘মোস্ট ওয়ান্টেড’-এর এই আশঙ্কা প্রকাশ করেছিল৷ তবে তার সত্যতা নিয়ে কোনও তথ্য দিতে পারেনি৷ সম্প্রতি তারা জানাচ্ছে, পাক সেনাবাহিনী এবং গুপ্তচর সংস্থা আইএসআই নাকি এখন দাউদের ‘দায়মুক্ত’ হতে চাইছে৷ কারণ আন্ডারওয়ার্ল্ড-এর এই ‘একদা জ্যোতিষ্ক’ এখন আর পাকিস্তানের কোনও কাজেই লাগে না৷ তাঁর ভাঁড়ারে নেই লাগাতার নাশকতা চালিয়ে ভারতে অস্থির পরিস্থিতি টিকিয়ে রাখার জন্য প্রয়োজনীয় নেটওয়ার্ক৷ এদিকে ভারতের চাপে আরব আমিরশাহী তাঁর ১৫ হাজার কোটি টাকার বেনামী সম্পত্তি বাজেয়াপ্ত করেছে৷ মাত্র সাত মাসেই৷ তাই পাকিস্তান না পারছে তাকে রাখতে, না ফেলতে৷ মধ্যবর্তী পন্থা হল পড়শি দেশের হাতে তুলে দেওয়া৷ সরাসরি একাজে গেরো অনেক৷ কারণ জীবন্ত দাউদ ইব্রাহিমকে ভারতে হস্তান্তরিত করা মানে নিজেদের কুকীর্তি একপ্রকার ঢোল পিটিয়ে জানানো৷ এমনিতেই যুদ্ধবিরতি লঙ্ঘন, ভারতে জঙ্গি নাশকতা ইত্যাদি নিয়ে বিশ্বের তর্জনীর মুখে নওয়াজ শরিফের দেশ৷ নতুন উটকো ঝামেলা আনতে চায় না তারা৷ তাই ‘সেফ হ্যান্ড’ খেলতে দাউদের মৃত্যুই এখন বেশি কাম্য পাকিস্তানের কাছে৷ আর সেই মৃত্যুভয় থেকেই পাক প্রশাসনের নজর এড়িয়ে দেশে ফিরতে চান তিনি৷ যদিও এই আকাঙ্ক্ষাটি নাকি এখন পাকিস্তানে আর গোপন নেই৷

The post দেশে ফিরতে কাতর ‘ডন’ দাউদ ইব্রাহিম! appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement