shono
Advertisement

যোধপুর পার্কের আবাসন থেকে বৃদ্ধার দেহ উদ্ধার, শ্বাসরোধ করে খুন বলে অনুমান

পরিকল্পনামাফিক খুন বলে প্রাথমিক অনুমান তদন্তকারীদের৷ The post যোধপুর পার্কের আবাসন থেকে বৃদ্ধার দেহ উদ্ধার, শ্বাসরোধ করে খুন বলে অনুমান appeared first on Sangbad Pratidin.
Posted: 04:10 PM Apr 04, 2019Updated: 04:36 PM Apr 05, 2019

অর্ণব আইচ: ফের শহরে খুন বৃদ্ধা৷ যোধপুর পার্কের মতো জনবহুল এলাকার অভিজাত এক আবাসন থেকে উদ্ধার হল বৃদ্ধার মৃতদেহ৷ পুলিশ সূত্রে খবর, মৃতার নাম শ্যামলী ঘোষ, বয়স পঁচাত্তরের কাছাকাছি৷ ঘুমন্ত অবস্থায় গলায় ফাঁস লাগিয়ে খুন করা হয়েছে বলে প্রাথমিক অনুমান পুলিশের৷ বিভিন্ন তথ্যপ্রমাণের ভিত্তিতে শুরু হয়েছে তদন্ত৷

Advertisement

                                  [ আরও পড়ুন : ভোটের আগে থিম সং প্রকাশ, মিউজিক ভিডিওয় বিজেপিকে খোঁচা তৃণমূলের]

১৪১, যোধপুর পার্ক৷ এখানকারই একটি অভিজাত আবাসনে থাকতেন সত্তরোর্ধ্ব শ্যামলী ঘোষ৷ ফ্ল্যাটে তিনি একাই থাকতেন বলে জানা গিয়েছে৷ প্রতিদিনের মতো বৃহস্পতিবার সকালেও তাঁর ফ্ল্যাটে খবরের কাগজ দিতে যান বিক্রেতা৷ বেশ কিছুক্ষণ ডাকাডাকির পরও দরজা না খোলায়, বিক্রেতা আশেপাশের ফ্ল্যাটের বাসিন্দাদের ডাকেন৷ ঘটনার কথা জানান৷ তাঁরাও বেশ খানিকক্ষণ ধরে ডাকাডাকি করেন৷ তবু কোনও উত্তর না পাওয়ায় দরজা ভেঙে ভিতরে ঢোকেন প্রতিবেশীরা৷ দেখা যায়, বিছানায় পড়ে রয়েছে শ্যামলী দেবীর নিথর দেহ৷ এরপরই লেক থানায় খবর দেওয়া হয়৷ পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দেহটি উদ্ধার করে ময়নাতদন্তে পাঠায়৷ খবর দেওয়া হয় শ্যামলী দেবীর বোনকে৷ তিনি কাছাকাছি থাকায়, খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই ছুটে যান৷ বিভিন্ন সূত্র খতিয়ে দেখে পুলিশের প্রাথমিক অনুমান, গলায় ফাঁস দিয়ে খুন করা হয়েছে বৃদ্ধাকে৷

                                           [ আরও পড়ুন : শহরে ফের মাদক উদ্ধার, গ্রেপ্তার বাংলাদেশি যুবক]

দক্ষিণ কলকাতার এমন এক অভিজাত আবাসনে এধরনের ঘটনায় সেখানকার নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠে গিয়েছে৷ কিছুটা চাঞ্চল্যও দেখা দেয় অন্যান্য আবাসিকদের মধ্যে৷ সাময়িক উত্তেজনা তৈরি হয়৷ ঘটনার খবর পেয়ে তদন্তের জন্য ঘটনাস্থলে যান কলকাতা পুলিশের গোয়েন্দা প্রধান ও ডিসি সাউথ৷ তাঁদের উপস্থিতিতে বেশ কিছু নমুনা সংগ্রহ করা হয়৷ সেসব খতিয়ে দেখে তদন্তকারীরা একটা বিষয় প্রায় নিশ্চিত যে বৃদ্ধার পরিচিত কেউই তাঁকে খুন করেছেন৷ এবং পরিকল্পনামাফিক খুন করা হয়েছে৷ তবে ময়নাতদন্তের রিপোর্ট মিললেই এবিষয়ে একশো শতাংশ নিশ্চিত হওয়া যাবে৷ ঘটনার জেরে নিরাপত্তাহীনতায় ভুগছেন ওই আবাসনের অন্যান্য আবাসিকরাও৷

                                               [ আরও পড়ুন : ম্যালেরিয়ার আতঙ্ক, পুলিশকর্মীদের মশারি দিয়ে অন্ধ্রে পাঠাল লালবাজার]

শহরের প্রবীণ নাগরিকদের সুরক্ষার জন্য কলকাতা পুলিশের তরফে একাধিক ব্যবস্থা নেওয়া হয়েছে৷ তাঁদের সাহায্যের জন্য চালু হয়েছে ‘প্রণাম’ অ্যাপ৷ এছাড়া নিকটবর্তী থানার তরফে নিয়মিত যোগাযোগ এবং খবরাখবর রাখা হয় একাকী বৃদ্ধ, বৃদ্ধাদের সম্পর্কে৷ এসব সত্ত্বেও শহরের কেন্দ্রস্থলেই যে প্রবীণরা সুরক্ষিত নন, তা ফের প্রমাণিত হল যোধপুর পার্কের বৃদ্ধার রহস্যমৃত্যুর ঘটনায়৷  

The post যোধপুর পার্কের আবাসন থেকে বৃদ্ধার দেহ উদ্ধার, শ্বাসরোধ করে খুন বলে অনুমান appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement