shono
Advertisement

যাদবপুরে ছাত্রমৃত্যু: ডিন অফ স্টুডেন্টস ও রেজিস্ট্রারকে লালবাজারে তলব

একাধিক প্রশ্নের উত্তর জানতে তলব করা হয়েছে দু'জনকে।
Posted: 10:01 AM Aug 16, 2023Updated: 10:22 AM Aug 16, 2023

অর্ণব আইচ:  যাদবপুর বিশ্ববিদ্যালয়ের প্রথম বর্ষের ছাত্রের মৃত্যুর ঘটনায় একাধিক প্রশ্নের ভিড়। ডিন অফ স্টুডেন্টস ও রেজিস্ট্রারকে তলব করল পুলিশ। বুধবার দুপুর ৩টেয় জয়েন্ট সিপি ক্রাইম তাঁদের লালবাজারে ডেকে পাঠিয়েছেন।

Advertisement

গত ৯ আগস্ট রাতে প্রথম বর্ষের পড়ুয়ার মৃত্যু হয়। তারপর থেকে তদন্তে কোমর বেঁধে নেমেছে প্রশাসন। যত তাড়াতাড়ি সম্ভব তদন্ত প্রক্রিয়া শেষ হবে বলেই আশাপ্রকাশ করেছিলেন কলকাতার পুলিশ কমিশনার বিনীত গোয়েল। ইতিমধ্যেই পুলিশের জালে ধরা পড়েছেন ৭ জন। তাদের মধ্যে প্রাক্তনীদের পাশাপাশি রয়েছে ছাত্ররাও। আরও বেশ কয়েকজন দফায় দফায় জিজ্ঞাসাবাদ চলছে বলেও খবর। পুলিশের স্ক্যানারে রয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। কীভাবে সকলের নজর এড়িয়ে দিনের পর দিন ধরে ব়্যাগিং চলছে, তা নিয়ে উঠছে প্রশ্ন।  

[আরও পড়ুন: যাদবপুরে ছাত্রমৃত্যু: ‘সাবধান করেছিলাম, কিন্তু…’, বিস্ফোরক দাবি ভাইরাল চিঠির ‘রুদ্রদা’র]

তদন্তের স্বার্থে এবার ডিন অফ স্টুডেন্টস রজত রায় ও রেজিস্ট্রার স্নেহমঞ্জু বসুকে তলব করা হল। ঠিক কী কী জানতে চাওয়া হবে সে সংক্রান্ত একটি প্রশ্নমালাও তৈরি করা হয়েছে। পুলিশ জানতে চায় ঘটনার রাতে ফোন করা সত্ত্বেও কেন তড়িঘড়ি ডিন অফ স্টুডেন্টস ঘটনাস্থলে যাননি? বিশ্ববিদ্যালয়ে অ্যাম্বুল্যান্স থাকা সত্ত্বেও কেন সেটিকে কাজে লাগানো হয়নি? কেন হলুদ ট্যাক্সি করে হাসপাতালে নিয়ে যাওয়া হল জখম ওই পড়ুয়াকে? প্রাক্তনী এবং নতুন পড়ুয়ারা যে একসঙ্গে হস্টেলে রয়েছেন, তা কেন আগে জানতে পারল না বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ? কেনই বা রেজিস্ট্রার ঘটনার কথা আগে জানতে পারলেন না? এই সমস্ত প্রশ্নেপ উত্তর পাওয়া গেলে তদন্ত আরও গতি পাবে বলেই আশা তদন্তকারীদের।

[আরও পড়ুন: যাদবপুরের ছাত্র পড়ে যেতেই তড়িঘড়ি বৈঠক, মুখ না খোলার নির্দেশ! ভাইরাল বিস্ফোরক চ্যাট]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement