shono
Advertisement

‘কিং কাহা হো তুম…’, শাহরুখের সঙ্গে জুটি বেঁধে নতুন ছবির খবর দিলেন দীপিকা?

নতুন বছরে নতুন চমক দেবেন দীপিকা ও শাহরুখ।
Posted: 11:58 AM Dec 30, 2023Updated: 11:59 AM Dec 30, 2023

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সেই ‘ওম শান্তি ওম’ থেকে শুরু। তার পর ‘চেন্নাই এক্সপ্রেস’, ‘হ্যাপি নিউ ইয়ার’। হালফিলের ‘পাঠান’ এবং ‘জওয়ান’। বক্স অফিসে শাহরুখ-দীপিকা জুটি বাম্পার হিট। শাহরুখ তো প্রকাশ্যেই শিকার করে নিয়েছেন দীপিকাই তাঁর লেডি লাক। আর এবার সেই লেডি লাককে নিয়েই নতুন বছরে নতুন চমক দেবেন বাদশা। আর সে খবর শোনালেন দীপিকা নিজেই!

Advertisement

ব্যাপারটা একটু বিশদে বলা যাক বরং। সম্প্রতি সোশাল মিডিয়ায় একটি ভিডিও ভাইরাল হয়েছে। যেখানে দেখা গিয়েছে, দীপিকা খুঁজছেন কিংকে। আর ভিডিওতে এক ঝলক দেখা গিয়েছে, শাহরুখের মুখ। তাহলে কী নতুন ছবি?

[আরও পড়ুন: ‘প্ল্যানচেট করে দশরথকে ডাকা হোক’, অযোধ্যায় রামমন্দির উদ্বোধনের আগেই খোঁচা নচিকেতার]

 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement