shono
Advertisement
Deepika Padukone

অন্তঃসত্ত্বা অবস্থাতেই 'লেডি সিংহম' দীপিকা, নেই 'বেবি বাম্প'!

ছবি শেয়ার করে অভিনেত্রীকে কুর্নিশ জানালেন পরিচালক রোহিত শেট্টি।
Posted: 11:47 PM Apr 19, 2024Updated: 11:55 PM Apr 19, 2024

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: 'বেবি বাম্প' বোঝার উপায় নেই। অন্তঃসত্ত্বা অবস্থাতেই 'লেডি সিংহম' লুকে দীপিকা পাড়ুকোন (Deepika Padukone)। ছবি শেয়ার করে কুর্নিশ জানালেন পরিচালক রোহিত শেট্টি। তবে নেটিজেনরা বড় চিন্তায়। এমন অবস্থায় অ্যাকশন করবেন কীভাবে নায়িকা? প্রশ্ন তাঁদের। 

Advertisement

ছবি: ইনস্টাগ্রাম

বিয়ের প্রায় পাঁচ বছর পর মা হচ্ছেন দীপিকা। ফেব্রুয়ারির শুরুতেই তাঁর অন্তঃসত্ত্বা হওয়ার জল্পনা শোনা যাচ্ছিল। ২৯ ফেব্রুয়ারি সেই জল্পনাতে নিজেরাই সিলমোহর বসান রণবীর ও দীপিকা। জানান সেপ্টেম্বর মাসে আসছে তাঁদের সন্তান। অন্তঃসত্ত্বা অবস্থাতেই আম্বানিদের জামনগরের অনুষ্ঠানে গিয়েছিলেন দীপিকা। শোনা গিয়েছিল, এই সময়টায় তিনি বেঙ্গালুরুতে মায়ের কাছে থাকবেন। কিন্তু কোথায় কী?

[আরও পড়ুন: ‘লাভ সেক্স ধোঁকা’ নয়, মারণফাঁদের ভিন্ন গল্প বললেন পরিচালক দিবাকর, পড়ুন রিভিউ]

দুদিন আগেই রোহিত শেট্টির শুটিং ফ্লোরে দীপিকাকে দেখা যায়। 'লেডি সিংহম' শক্তি শেট্টির চরিত্রে অভিনয় করছেন নায়িকা। সেই লুকেই সেটে ছিলেন। উর্দি পরে ক্যামেরার সামনে দিচ্ছিলেন পোজ। এতেই চিন্তা জাহির করেন নেটিজেনরা। কয়েকজন আবার বেশ রেগে যান। তাঁদের প্রশ্ন, অন্তঃসত্ত্বা অবস্থায় এমনটা কি করা উচিত নায়িকার? গর্ভে থাকা সন্তানের কি কোনও খেয়াল নেই?

তবে পরিচালক রোহিত শেট্টি দীপিকাকে নিয়ে গর্বিত। 'লেডি সিংহম'-এর লুক শেয়ার করে সোশাল মিডিয়ায় তিনি লেখেন, "আমার হিরো... রিল লাইফেও, আবার রিয়্যাল লাইফেও। লেডি সিংহম!!!" ছবি দীপিকাও শেয়ার করেছেন। অনেকে আবার তাঁকে 'মাম্মি সিংহম' বলতে শুরু করেছেন।

এর মধ্যেই আবার দীপিকার সারোগেসির মাধ্যমে মা হওয়ার গুঞ্জন রটছে। তার কারণ, কোনও ছবিতেই অভিনেত্রীর 'বেবি বাম্প' দেখা যাচ্ছে না। এদিকে সম্প্রতি এক সাক্ষাৎকারে দীপিকার মাতৃত্ব নিয়ে কথা বললেও সারোগেসির প্রসঙ্গকে এড়িয়ে গিয়েছেন রণবীর সিং। পুত্র চান না কন্যা? সেই প্রশ্নের জবাব দিয়ে অভিনেতা বলেছেন, "মন্দিরে গিয়ে প্রসাদ নিয়ে বাছ-বিচার কি করি আমরা? না। তাই ঈশ্বর যা দেবেন তাতেই আমি খুশি। এবং তাই সেটাই মাথা পেতে নেব। ভালোবাসব নিজের জীবনের থেকেও বেশি।"

[আরও পড়ুন:  প্লাস্টিক সার্জারি করিয়েছেন রাজকুমার? ভাইরাল ছবি নিয়ে প্রশ্ন উঠতেই বড় তথ্য ফাঁস তারকার]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • অন্তঃসত্ত্বা অবস্থাতেই 'লেডি সিংহম' লুকে দীপিকা পাড়ুকোন।
  • ছবি শেয়ার করে কুর্নিশ জানালেন পরিচালক রোহিত শেট্টি।
Advertisement