shono
Advertisement

‘বেশরম’ পোজে দীপিকার ধাঁধা! স্বামীর প্রাক্তনের পোস্টে ফোড়ন কাটলেন আলিয়া

দীপিকাকে কী এমন বললেন আলিয়া, যা নিয়ে শোরগোল নেটপাড়ায়।
Posted: 04:40 PM Jun 22, 2023Updated: 04:40 PM Jun 22, 2023

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: স্বামী রণবীর কাপুরের প্রাক্তন হলেও দীপিকা পাড়ুকোনের সঙ্গে আলিয়া ভাটের সম্পর্ক বেশ ভাল। অতীতের কেচ্ছা কিংবা মান-অভিমান কোনও পক্ষের কেউই পুষে রাখেননি। তাই তো সম্পর্ক ভাঙনের তিক্ততা ভুলে একসঙ্গে তাঁদের চুটিয়ে আড্ডা মারতে দেখা যায়। রণবীরের দুই প্রাক্তনের সঙ্গে স্ত্রী আলিয়ার রসায়ন সত্যিই বেশ ভাল।

Advertisement

দিন কয়েক আগেই ব্রাজিল যাওয়ার পথে মুম্বই বিমানবন্দরে বসে ক্যাটরিনা কাইফের সঙ্গে অন্তরঙ্গ আড্ডায় দেখা গিয়েছিল আলিয়াকে। এবার দীপিকা পাড়ুকোনের পোস্টে ফোড়ন কাটলেন রণবীর-ঘরণি।

পরনে কালো স্পোর্টস পোশাক। উবু হয়ে শুয়ে আন্তর্জাতিক যোগা দিবসে দীপিকা নিজের এক আসন ভঙ্গিমার ছবি দিয়ে প্রশ্ন ছুঁড়েছিলেন- ‘বলো তো এটা কোন আসন?’ আর সেই পোস্টেই ফোড়ন কাটলেন আলিয়া ভাট। বললেন- “পাপ্পি পোজ।” যাঁর বাংলা তর্জমা করলে দাঁড়ায়, ‘কুকুরছানার মতো পোজ’। আর কাপুরবধূর এমন রসিক উত্তরেই মজে নেটপাড়া।

[আরও পড়ুন: নিজের জন্মদিনের পার্টিতেই রহস্যজনক মৃত্যু ব্যক্তির! বিদ্যা বালনের চাঞ্চল্যকর দাবি, ‘খুন হয়েছেন’]

আমজনতা থেকে সেলেবদের অনেকেই দীপিকার পোস্টে ঠাট্টা করেছেন। অভিনেতা করণ ঠেক্কর বললেন, “বাচ্চাদের মতো।” আরজে অভিনবর মন্তব্য, “বিছানার তলায় হারানো চটি খুঁজতে গেলে যেমন হয়।” অভিনেতা ফ্রেডি দারুওয়ালা বলছেন, “আলমারির তলায় কানের দুল হারিয়ে গেলে যেরকম হয়।”

[আরও পড়ুন: আলিয়ার সামনে রণবীরের রূপের প্রশংসা! হিংসায় জ্বলে কী করলেন ‘কাপুর বধূ’?]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement