shono
Advertisement
Deepika Padukone

মেয়েকে কোলে নিয়ে বিমানবন্দরে দীপিকা, দুয়ার মুখ দেখালেন?

দিলজিতের শো সেরেই মুম্বইয়ে ফিরলেন দীপিকা।
Published By: Akash MisraPosted: 03:32 PM Dec 09, 2024Updated: 03:32 PM Dec 09, 2024

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দিলজিতের বেঙ্গালুরুর শোয়ের মাধ্যমেই মা হওয়ার পর প্রথম প্রকাশ্য়ে এসেছেন দীপিকা পাড়ুকোন। তবে এখনও মেয়ে দুয়ার মুখ দেখাননি দীপিকা। আর এবার বিমানবন্দরে দেখা মিলল দীপিকা ও তাঁর কন্যার দুয়ার। বেঙ্গালুরু থেকে ফিরে মুম্বই বিমানবন্দরে পা রাখতেই পাপারাজ্জিরা ঘিরে ধরল রণবীর ঘরনিকে। দিলজিতের শো সেরেই মুম্বইয়ে ফিরলেন দীপিকা।

Advertisement

দিলজিতের শোয়ে যে এতবড় সারপ্রাইজ অপেক্ষা করছিল, তা আন্দাজও করতে পারেননি কেউ। অবশেষে স্টেজে যখন এন্ট্রি হল দীপিকা পাড়ুকোনের। তখন দর্শকদের মধ্যে হইচই। সাদা ওভারসাইজ টিশার্ট এবং ট্রাউজারে দীপিকা তখন বলিউড মস্তানি। দিলজিতের গানে নেচেও, তিনিও দিল জিতলেন বেঙ্গালুরুর। সুযোগ পেয়ে পাঞ্জাবি পপস্টার কন্নড় ভাষায় কথা বলতেও শেখালেন দীপিকা।

ফেব্রুয়ারি মাসেই অন্তঃসত্ত্বা হওয়ার কথা জানান দীপিকা। সেই সময়ই জানিয়েছিলেন, সেপ্টেম্বরে ভূমিষ্ঠ হবে তাঁর রণবীরের সন্তান। ৮ সেপ্টেম্বর দীপিকার কোল জুড়ে এসেছে কন্যা সন্তান। মেয়ে হওয়ার পর ক্যামেরার সামনে থেকে দূরেই ছিলেন তিনি। মেয়ে দুয়াকে ক্য়ামেরা থেকে দূরে রাখলেও, দিলজিতের হাত ধরেই মা হওয়ার পর প্রথম ক্যামেরার সামনে এলেন রণবীর সিং ঘরনি দীপিকা।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • দিলজিতের বেঙ্গালুরুর শোয়ের মাধ্যমেই মা হওয়ার পর প্রথম প্রকাশ্য়ে এসেছেন দীপিকা পাড়ুকোন।
  • দিলজিতের হাত ধরেই মা হওয়ার পর প্রথম ক্যামেরার সামনে এলেন রণবীর সিং ঘরনি দীপিকা।
Advertisement