shono
Advertisement

করণের পার্টিতে ‘নেশাগ্রস্থ’দীপিকা-রণবীর-সহ একঝাঁক তারকা, ভিডিও ঘিরে তুঙ্গে বিতর্ক

দেখুন ভাইরাল হওয়া সেই ভিডিও। The post করণের পার্টিতে ‘নেশাগ্রস্থ’ দীপিকা-রণবীর-সহ একঝাঁক তারকা, ভিডিও ঘিরে তুঙ্গে বিতর্ক appeared first on Sangbad Pratidin.
Posted: 12:21 PM Jul 31, 2019Updated: 02:11 PM Aug 01, 2019

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বন্ধুদের জন্য বাড়িতে ঘরোয়া পার্টির আয়োজন করেছিলেন পরিচালক করণ জোহর। দীপিকা পাড়ুকোন থেকে রণবীর কাপুর, ভিকি কৌশল থেকে বরুণ ধাওয়ান, বলিউডের একঝাঁক তারকা হাজির সেই পার্টিতে। কিন্তু সোশ্যাল মিডিয়ায় সেই পার্টির ভিডিও ছড়িয়ে পড়তেই তুঙ্গে বিতর্ক। সেলেবদের এমন পার্টি প্রকাশ্যে আসতেই করণকে একহাত নিয়েছেন শিরোমণি আকালি দলের বিধায়ক মজিন্দর শিরসা।

Advertisement

[আরও পড়ুন: টোকা হয়েছে ‘জাজমেন্টাল হ্যায় কেয়া’র পোস্টার, অভিযোগ হাঙ্গেরির ফোটোগ্রাফারের]

পার্টি নিয়ে কোথায় আপত্তি? বিধায়কের দাবি, নেটদুনিয়ায় করণ জোহর যে ভিডিওটি পোস্ট করেছেন সেখানে স্পষ্ট দেখা যাচ্ছে প্রথমসারির সেলেবরা সকলেই নেশাগ্রস্থ। মাদক সেবন করে ক্যামেরার সামনে পোজ দিয়েছেন তাঁরা। বলিউডের এই তারকারা প্রত্যেকেই পাবলিক ফিগার। তাই তাঁদের এমন নেশাগ্রস্থ অবস্থায় ক্যামেরার সামনে আসা উচিত নয় বলে দাবি তাঁর। এর ফলে অগণিত ভক্তদের কাছে খারাপ বার্তাই পৌঁছচ্ছে। টুইটারে তিনি লিখেছেন, “অবাস্তব বনাম বাস্তব। দেখুন কীভাবে বলিউড তারকারা গর্বের সঙ্গে নিজেদের নেশাতুঁর অবস্থা তুলে ধরেছেন। মাদক সেবনের বিরুদ্ধে আমি সরব হলাম। আপনারাও যদি শাহিদ কাপুরস দীপিকা পাড়ুকোন, অর্জুন কাপুর, বরুণ ধাওয়ান, করণ জোহর, ভিকি কৌশলকে দেখে বিরক্ত হয়ে থাকেন, তাহলে রিটুইট করুন।”

যদিও সব অভিযোগ উড়িয়ে দিয়ে করণদের পাশে দাঁড়িয়েছেন কংগ্রেস নেতা মিলিন্দ দেওরা। বিধায়ককে কটাক্ষ করে তিনি বলেন, “সেই সন্ধেয় আমার স্ত্রীও পার্টিতে ছিল। কেউই মাদক সেবন করেননি। তাই মিথ্যে গুজব ছড়ানো বন্ধ করুন। যাঁদের আপনি চেনেন না, তাঁদের ভাবমূর্তি নষ্ট করারও চেষ্টা করবেন না। আমার মনে হয় এবিষয়ে আপনার নিঃশর্ত ক্ষমা চাওয়ার সাহস দেখানো উচিত।” ভিডিওটি নিয়ে নেটিজেনদের অনেকের দাবি, “দেখে মনে হচ্ছে সামান্য একটা মদের পার্টি।” অনেকে আবার বিধায়কের সুরে সুর মিলিয়ে সেলেবদের নিন্দা করেছেন। তবে আরও একটা বিষয় নজর কেড়েছে নেটিজেনদের। পার্টিতে দীপিকা থাকলেও ছিলেন না রণবীর সিং। এদিকে রণবীর কাপুরের পাশে দেখা যায়নি বান্ধবী আলিয়া ভাটকেও। জানা গিয়েছে, নিজের নিজের শুটিংয়ে ব্যস্ত তাঁরা।

[আরও পড়ুন: হার্দিক পান্ডিয়ার সঙ্গে সম্পর্ক নিয়ে জল্পনা! মুখ খুললেন উর্বশী]

The post করণের পার্টিতে ‘নেশাগ্রস্থ’ দীপিকা-রণবীর-সহ একঝাঁক তারকা, ভিডিও ঘিরে তুঙ্গে বিতর্ক appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement