সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ‘পদ্মাবত’-র পর আবারও বড়সড় চ্যালেঞ্জ নিতে চলেছেন দীপিকা পাড়ুকোন৷ ‘রাজি’-র পরিচালক মেঘনা গুলজার অ্যাসিড আক্রান্তের জীবন নিয়ে সিনেমা করতে চলেছেন৷ শোনা যাচ্ছে, এবার অ্যাসিড আক্রান্ত লক্ষ্মী আগরওয়ালের ভূমিকায় অভিনয় করতে দেখা যাবে তাঁকে৷ শুধু যে মূল চরিত্রে দীপিকা অভিনয় করবেন তা নয়, প্রযোজকের ভূমিকাতেও হাতেখড়ি হবে দীপিকার৷
[জানেন, এই কেল্লাতেই নাকি চার হাত এক হচ্ছে নিক-প্রিয়াঙ্কার!]
লক্ষ্মী আগরওয়ালের লড়াইয়ের কথা জানা রয়েছে সকলেরই৷ ২০০৫ সালে তাঁকে এক যুবক প্রেম প্রস্তাব দেয়৷ প্রত্যাখ্যান করেছিলেন লক্ষ্মী৷ এই ‘অপরাধে’ ওই যুবক লক্ষ্মীর মুখ-সহ গোটা শরীর লক্ষ্য করে অ্যাসিড ছোঁড়ে৷ দীর্ঘদিন শয্যাশায়ী হয়ে পড়েছিলেন তিনি৷ এরপর অস্ত্রোপচার করে সুস্থ হন৷ তাতেও দমেননি লক্ষ্মী৷ সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন তিনি৷ অ্যাসিড কেনার ক্ষেত্রে নিষেধাজ্ঞা জারি করে দেশের সর্বোচ্চ আদালত৷ একটি এনজিও-র হয়ে অ্যাসিড আক্রান্তদের নিয়ে কাজ করতেন লক্ষ্মী৷ বিয়ে করেন তিনি৷ সন্তানও রয়েছে তাঁর৷ কিন্তু সাংসারিক জীবনেও সেভাবে সফল হননি তিনি৷ আপাতত বিবাহ বিচ্ছেদও হয়ে গিয়েছে লক্ষ্মীর৷ সন্তান ও মাকে নিয়ে মুম্বইতে একটি ছোট্ট ফ্ল্যাটে দিন কাটান লড়াকু এই মহিলা৷ চাকরিও চলে গিয়েছে তাঁর৷ আর্থিক অনটনের দুঃসহ সময়ে তাঁর পাশে এসে দাঁড়িয়েছিলেন অক্ষয় কুমার৷ পাঁচ লক্ষ টাকা সাহায্যও করেছিলেন তিনি৷ সোশ্যাল মিডিয়ায় লক্ষ্মীর আর্থিক অনটনের খবর ছড়িয়ে পড়তেই নেটিজেনদের একাংশও লক্ষ্মীর পাশে দাঁড়ান৷ আপাতত আর্থিক পরিস্থিতির খানিকটা উন্নতি হয়েছে লক্ষ্মীর৷
[ক্যানসারে আক্রান্ত ঋষি কাপুর? জবাব দিলেন দাদা রণধীর]
রাজি’-র পর লক্ষ্মীর সংগ্রামের কাহিনিকেই বড়পর্দায় ফুটিয়ে তোলার সিদ্ধান্ত নিয়েছেন মেঘনা গুলজার৷ লক্ষ্মীর চরিত্রের জন্য তিনি বেছে নেন দীপিকাকে৷ সমালোচক তরণ আদর্শ টুইটে একথা জানান৷ মেঘনা গুলজার বলেন, অ্যাসিড আক্রান্তদের শ্রদ্ধা জানানো ও তাঁদের লড়াইয়ের জোর দেওয়ার জন্য লক্ষ্মীকে নিয়ে সিনেমা করার প্রয়োজন ছিল৷ তাই এই সিনেমা তৈরির সিদ্ধান্ত৷ দীপিকা বলেন,‘‘লক্ষ্মীর সংগ্রামের কাহিনি আমাকে নাড়া দিয়েছে৷ একজন মহিলা জীবনে যে এতটা লড়াই করতে পারেন, তা বিশ্বাস করতে গিয়েও অবাক লাগে৷ শুধু অভিনয়ই নয়, এরপর সিদ্ধান্ত নিই সিনেমা প্রযোজনারও৷’’
The post পর্দায় এবার অ্যাসিড আক্রান্ত লক্ষ্মী আগরওয়ালের গল্প, চরিত্রায়ণে কে? appeared first on Sangbad Pratidin.