shono
Advertisement

Breaking News

ফেসবুকে অখিলেশ যাদবের নামে ‘মানহানিকর’পোস্ট, জুকারবার্গ-সহ ৫০ জনের বিরুদ্ধে মামলা

মামলা দায়ের হয়েছে উত্তরপ্রদেশের আদালতে।
Posted: 02:10 PM Dec 01, 2021Updated: 02:56 PM Dec 01, 2021

সংবাদ প্রতদিন ডিজিটাল ডেস্ক: অখিলেশ যাদবের (Akhilesh Yadav) বিরুদ্ধে বিতর্কিত ফেসবুক পোস্ট (Controversial Facebook Post) আর তার জেরে ফেসবুকের সিইও মার্ক জুকারবার্গের (FB CEO Mark Zuckerberg) বিরুদ্ধে দায়ের হল এফআইআর (FIR)। উত্তরপ্রদেশের কনৌজ জেলার (Kannuaj District of UP) একটি আদালতে এই সংক্রান্ত মামলা দায়ের হয়েছে। মামলায় নাম রয়েছে জুকারবার্গ-সহ ৫০ জনের।

Advertisement

যদিও জুকারবার্গ নিজে সমাজবাদী পার্টির (Samajwadi Party) সুপ্রিমো অখিলেশ যাদবের বিরুদ্ধে কোনও ‘মানহানিকর’ পোস্ট করেননি। ফেসবুক সিইও-র নাম এফআইআরে থাকার কারণ, তাঁর সংস্থার প্ল্যাটফর্মকে ব্যবহার করেই বিতর্কিত তথা মানহানিকর পোস্টটি করা হয়েছে।

[আরও পড়ুন: রাজ্যে-রাজ্যে সংগঠনের বিস্তার নিয়ে মমতার পাশে NCP]

সংবাদ সংস্থার খবর, কনৌজ জেলার সরাহাতি গ্রামের বাসিন্দা অমিত কুমার (Amit Kumar) মামলা করেছেন মার্ক জুকারবার্গ-সহ ৫০ জনের বিরুদ্ধে। তাঁর অভিযোগ, অখিলেশ যাদবের নামে ফেসবুকে দিনের পর দিন মানহানিকর পোস্ট করা হচ্ছে। সমাজবাদী পার্টি প্রধানের ইমেজকে ছোট করাই এই পোস্টগুলির উদ্দেশ্য। বিএসপি নেত্রী মায়াবতী (BSP Leader Mayawati) ও অখিলেশ যাদবকে ব্যঙ্গ করে লেখা হয়েছে ‘বুয়াবাবুয়া’ (Buababua)। মায়াবতী ও অখিলেশ বরাবরের রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী হলেও ২০১৯ সালের লোকসভা নির্বাচনের আগে দুই নেতা জোট গড়েন। এরপরেই ব্যঙ্গাত্মক ‘বুয়াবাবুয়া’ শব্দটি বাজারে এনে ব্যাপক প্রচার চালায় মায়াবতী ও অখিলেশ বিরোধীরা।

কনৌজ জেলা পুলিশ আধিকারিকেরা জানিয়েছেন, অভিযোগ পেয়েছি, তদন্ত শুরু হয়েছে। তবে ৪৯ জন অভিযুক্তদের তালিকা থেকে মার্ক জুকারবার্গের নাম বাদ দেওয়া হয়েছে। যদিও সংস্থা ফেসবুকের বেশ কয়েকজন অধিকারিকের বিরুদ্ধে তদন্থ শুরু হয়েছে।

[আরও পড়ুন: ‘কৃষক মৃত্যুর তথ্য নেই, তাই আর্থিক সাহায্যেরও প্রশ্ন নেই’, সাফ কথা কেন্দ্রীয় কৃষিমন্ত্রীর]

উল্লেখ্য, গত ২৫ মে-তে জেলার পুলিশ প্রধানের কাছে এই বিষয়ে একটি লিখিত আবেদনপত্র জমা দিয়েছিলেন অভিযোগকারী অমিত কুমার। অমিতের বক্তব্য, সেই সময় তাঁর কথায় কান দেওয়া হয়নি। এরপরেই তিনি এফআইআর করবেন বলে সিদ্ধান্ত নেন। সেই মতো এবার ফেসবুকের সিইও মার্ক জুকারবার্গ এবং আরও ৪৯ জনের বিরুদ্ধে এফআইআর দায়ের করেছেন।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement