shono
Advertisement

আরও মজবুত দিল্লির নিরাপত্তা, হামলার আগে আকাশেই ধ্বংস হবে শত্রুর মিসাইল

চূড়ান্ত সিদ্ধান্ত প্রতিরক্ষা মন্ত্রকের৷ The post আরও মজবুত দিল্লির নিরাপত্তা, হামলার আগে আকাশেই ধ্বংস হবে শত্রুর মিসাইল appeared first on Sangbad Pratidin.
Posted: 09:52 AM Jul 29, 2018Updated: 10:22 AM Jul 29, 2018

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ওয়াশিংটন ও মস্কোর মতো নয়াদিল্লির অভ্যন্তরীণ নিরাপত্তা মজবুত করতে আরও সচেষ্ট প্রতিরক্ষা মন্ত্রক৷ এই দুই শক্তিশালী দেশের পথে হেঁটেই রাজধানীর নিরাপত্তায় আরও অত্যাধুনিক প্রযুক্তির সম্পন্ন National Advanced Surface to Air Missile System-II (NASAMS-II) বসাতে চলেছে কেন্দ্র৷ মার্কিন মুলুক থেকে এই মিসাইল সিস্টেম কেনার বিষয়ে ইতিমধ্যে সবুজ সংকেতও দিয়েছেন ডিফেন্স অ্যাকুইজিশন কমিটির চেয়ারম্যান তথা প্রতিরক্ষামন্ত্রী নির্মলা সীতারমণ৷ যার ফলে কেন্দ্রের কোষাগার থেকে খরচ হবে প্রায় এক বিলিয়ান মার্কিন ডলার৷

Advertisement

[এবার গণধর্ষণের শিকার অন্তঃসত্ত্বা ছাগল, পলাতক ৮ অভিযুক্ত]

রাজধানী নয়াদিল্লিতে রয়েছে রাষ্ট্রপতি ভবন, প্রধানমন্ত্রীর বাসভবন, সাউথ ব্লক, নর্থ ব্লক, পার্লামেন্ট ও বিভিন্ন কেন্দ্রীয় দপ্তর৷ এহেন অতি সংবেদনশীল এলাকায় আকাশপথে নিরাপত্তা আরও মজবুত করা প্রয়োজন, অনেকদিন আগেই গোয়েন্দা রিপোর্টে তা উল্লেখ করা হয়েছে৷ বিশেষ করে, ৯/১১-য় মার্কিন ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে হামলার পর থেকেই নয়াদিল্লির আকাশপথে নজরদারি মজবুত করার কথা কেন্দ্রকে বারবার বলেছেন গোয়েন্দারা৷ ইতিমধ্যেই যা করতে অনেকটাই সফল প্রতিরক্ষা মন্ত্রক৷ তবে আরও কড়া নজরদারির ব্যবস্থা করে আর কোনও ফাঁক রাখতে চাইছে না কেন্দ্র৷ সেজন্যই National Advanced Surface to Air Missile System-II এর মতো প্রযুক্তিকে নয়াদিল্লির বুকে স্থাপন করতে চাইছে তারা৷

[OMG! ৪২ ঘণ্টার যাত্রাপথ ৪ বছরে অতিক্রম করল মালগাড়ি]

কী এই NASAMS-II? প্রতিরক্ষা বিশেষজ্ঞরা জানিয়েছেন, এই অত্যাধুনিক সিস্টেমে একত্রে রয়েছে একটি 3D সেনসিটিভ ব়্যাডার, সর্ট ও মিডিয়াম রেঞ্জ মিসাইল, লঞ্চার, এয়ার ট্র্যাকার এবং কমান্ড ও কন্ট্রোল ইউনিট৷ অর্থাৎ, আকাশপথে রাজধানীর বুকে কোনও মিসাইল হানার চেষ্টা হলে এই সিস্টেমে থাকা ব়়্যাডারে সঙ্গে সঙ্গে তা ধরা পারবে৷ ট্র্যাকিং সিস্টেমের সাহায্যে NASAMS-II শত্রুপক্ষের ছোড়া সেই মিসাইলের অবস্থান জানতে পারবে এবং অত্যাধুনিক শর্ট ও মিডিয়াম রেঞ্জ মিসাইলের দ্বারা পালটা হামলায় শত্রুর মিসাইলকে ধ্বংস করতে পারবে৷ জানা গিয়েছে, বিশ্বের একাধিক সংবেদনশীল এলাকায় আকাশপথে নিরাপত্তা মজবুত করার জন্য এই মিসাইল সিস্টেমের ব্যবহার হয়ে থাকে৷ ওয়াশিংটন সিটি, বিভিন্ন দেশের ন্যাটোর দপ্তর, ইজরায়েল, মস্কোর চারপাশে মোতায়েন রয়েছে এই অত্যাধুনিক সারফেস টু এয়ার মিসাইল সিস্টেম৷

The post আরও মজবুত দিল্লির নিরাপত্তা, হামলার আগে আকাশেই ধ্বংস হবে শত্রুর মিসাইল appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement