সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কার্যত 'রণক্ষেত্র' হয়ে উঠেছে আইপিএল দলের মালিকদের বৈঠক। মেগা অকশন হওয়া উচিত কিনা সেই নিয়ে ধুন্ধুমার বেঁধে যায় মালিকদের মধ্যে। বৈঠকের শেষে দিল্লি ক্যাপিটালসের মালিক পার্থ জিন্দল বলেন, গোটা ঘটনায় তিনি খুবই অবাক। মেগা অকশন হলে সমান প্রতিদ্বন্দ্বিতার সুযোগ থাকে। হাড্ডাহাড্ডি লড়াইটাই আইপিএলের বৈশিষ্ট্য। কিন্তু মেগা অকশন বন্ধ হয়ে গেলে সেই প্রতিদ্বন্দ্বিতা নষ্ট হয়ে যাবে।
২০২৫ সালে আইপিএলের (IPL) মেগা নিলাম হওয়ার কথা আছে। তার আগে বুধবার মুম্বইয়ে বিসিসিআইয়ের দপ্তরে বৈঠকে বসেন আইপিএল ফ্র্যাঞ্চাইজির মালিকরা। সেখানেই অধিকাংশ দলের মালিক দাবি করেন, প্রতি বছর মিনি অকশন থাকাই উচিত। এই মালিকদের মধ্যে অন্যতম শাহরুখ খান। বৈঠকে কেকেআর মালিক জোর গলায় দাবি জানান, মেগা অকশন তুলে দেওয়াই উচিত। নিজের দাবি জানাতে গিয়ে মেজাজ হারাতেও দেখা গিয়েছে কেকেআর মালিককে।
[আরও পড়ুন: অলিম্পিকের মাঝেই প্যারিসে দুর্ঘটনার কবলে ভারতীয় গলফার, হাসপাতালে ভর্তি মা]
তবে এই দাবিকে একেবারেই সমর্থন করতে নারাজ দিল্লি ক্যাপিটালসের (Delhi Capitals) মালিক জিন্দল। বৈঠক শেষে বেরিয়ে তিনি বলেন, "আইপিএলের নিয়ম বদল নিয়ে এখনও কোনও সিদ্ধান্ত নেওয়া হয়নি। আমাদের মতামত জানার জন্য বৈঠক ডাকা হয়েছিল। এবার নিয়ম নিয়ে আলাদা করে সিদ্ধান্ত নেবে বিসিসিআই। আশা করি আগস্টের শেষ দিকে আইপিএলের নিয়ম নিয়ে বোর্ডের তরফে আমাদের জানিয়ে দেওয়া হবে।"
মেগা নিলাম নিয়ে জিন্দল বলেন, "আমি খুব অবাক হয়েছি যে কয়েকটা দল মেগা অকশন পুরোপুরি বাতিল করে দিতে চাইছে। একটা আলোচনা হয়েছে, সেখানে বলা হচ্ছে কেবল মিনি অকশন থাকুক আইপিএলে। তবে আমি মোটেই সেরকম চাই না। আমার মনে হয় মেগা অকশন থাকলে সমান প্রতিযোগিতার সুযোগ থাকে।" রিটেনশন বা ইমপ্যাক্ট প্লেয়ারের নিয়ম নিয়েও বৈঠকে আলোচনা হয়েছে বলে জানান তিনি।