shono
Advertisement

Breaking News

Delhi Congress

দিল্লিতে ছিঁড়ল জোটের সুতো, আপকে 'পথ দেখিয়ে' বিধানসভায় একা লড়ার ঘোষণা কংগ্রেসের

দিল্লিতে বিজেপির বিরুদ্ধে জোট বেঁধে লোকসভার লড়াইয়ে নেমেছিল আপ ও কংগ্রেস।
Published By: Amit Kumar DasPosted: 11:35 AM Jul 17, 2024Updated: 11:40 AM Jul 17, 2024

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: রাজ্য নেতৃত্বের প্রবল অনিচ্ছা, অনাগ্রহ সত্ত্বেও শীর্ষ নেতৃত্বের চাপে দিল্লিতে জোট বেঁধেছিল আপ ও কংগ্রেস। তার ফলও মিলেছে জোট। লোকসভা নির্বাচনে দিল্লির ৭ আসনের মধ্যেও একটিও জোটেনি বিরোধীদের। দিল্লির রাজনীতিতে 'অহি-নকুল' সম্পর্কের আপ ও কংগ্রেসের এমন জোট দিল্লিবাসী যে ভালোভাবে নেয়নি তা বুঝেই এবার আপন পথ দেখল কংগ্রেস। হাত শিবিরের তরফে স্পষ্টভাবে ঘোষণা করে দেওয়া হল, আর জোট নয় দিল্লির বিধানসভা নির্বাচনে একাই লড়বে কংগ্রেস।

Advertisement

আপের সঙ্গে পুরানো রাজনৈতিক 'শত্রুতা'কে ফের আপন করে দিল্লি কংগ্রেসের সভাপতি দেবেন্দ্র যাদব বলেন, 'আসন্ন লোকসভা নির্বাচনে আমরা দিল্লিতে একা লড়ার সিদ্ধান্ত নিয়েছি। ব্যাপক মূল্যবৃদ্ধি এবং বেকারত্বের কারণে শ্রমিক, মধ্যবিত্ত, এসসি, এসটি-সহ সংখ্যালঘু শ্রেণী আজ বিজেপি এবং আম আদমি পার্টির উপর বিরক্ত।' ভোট প্রস্তিতি যে শুরু হয়ে গিয়েছে সে বার্তা দিয়ে তিনি আরও বলেন, ''দিল্লিতে আজ বিদ্যুৎ ও জলের ব্যাপক সংকট, পানি নিকাশি ব্যবস্থা শিকেয় উঠেছে, বিদ্যুতের দাম ব্যাপক বৃদ্ধি পেয়েছে এই সমস্যাগুলি নিয়ে আমরা প্রতিনিয়ত জনগণের কাছে যাচ্ছি। দিল্লি বিধানসভা নির্বাচনের জন্য বুথ স্তরে কংগ্রেসের প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে। কংগ্রেস কর্মীরা বাড়ি বাড়ি গিয়ে জনসংযোগের পাশাপাশি তাদের সঙ্গে দেখা করে এলাকার সমস্যা শুনছেন। তাঁদের পরামর্শও শোনা হচ্ছে।"

[আরও পড়ুন: নীতি আয়োগের পুনর্গঠন, মোদির নেতৃত্বে সদস্য তালিকায় বিশেষ গুরুত্ব জোট শরিকদের]

উল্লেখ্য, এবারের লোকসভা নির্বাচনে দীর্ঘ টালবাহানার পর শেষে দিল্লিতে বিজেপির বিরুদ্ধে জোট বেঁধে নির্বাচনী লড়াইয়ে নেমেছিল আপ ও কংগ্রেস। তবে দিল্লির ৭ লোকসভা আসনেই লজ্জার হার দেখতে হয়েছে এই জোটকে। শুধু তাই নয়, ব্যাপকভাবে কমে গিয়েছে দুই দলের ভোটের হারও। রিপোর্ট বলছে, দিল্লিতে লোকসভা নির্বাচনে মাত্র ১৮.৯১ শতাংশ ভোট পেয়েছে কংগ্রেস। অন্যদিকে আপ পেয়েছে ২৪.১৭ শতাংশ ভোট। লোকসভা ভোটে এমন ফলাফলের পর আপের তরফে আগেই স্পষ্ট করে দেওয়া হয়েছিল আসন্ন বিধানসভা নির্বাচনে আর জোটের লড়াইয়ে যাবে না তাঁরা। এবার সেই পথে হেঁটে 'একলা চলো'র ডাক দিলেন দিল্লির কংগ্রেস সভাপতি।

[আরও পড়ুন: আবার ট্রাম্পকে খুনের ছক! একে-৪৭-সহ গ্রেপ্তার যুবক]

দিল্লিতে বিরোধী শিবিরের 'জোট প্রেম' যে ঘুচেছে তার আভাস অবশ্য আগেই পাওয়া গিয়েছিল রাজধানীতে। তীব্র গরমে দিল্লির চরম জলসংকটের দায় বিজেপির ঘাড়ে চাপিয়ে সরব হতে দেখা গিয়েছিল কেজরির সরকারকে। ঠিক সেই সময় আপের বিরুদ্ধেই গোটা দিল্লি জুড়ে বড়সড় আন্দোলনে নেমেছিল কংগ্রেস। মাটির শূন্য কলসি ভেঙে কেজরি সরকারের বিরুদ্ধে প্রতিবাদে নামে হাত শিবির।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • আর জোট নয়, দিল্লির বিধানসভা নির্বাচনে একাই লড়ার ঘোষণা কংগ্রেসের।
  • লোকসভা নির্বাচনে দিল্লির ৭ আসনের মধ্যেও একটিও জোটেনি বিরোধীদের।
  • এর পরই ঘোষণা করলেন দিল্লি কংগ্রেসের সভাপতি দেবেন্দ্র যাদব।
Advertisement