সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দিল্লি হাইকোর্টে বড় স্বস্তি পেলেন হিরো মোটোকর্পের চেয়ারম্যান পবনকান্ত মুঞ্জাল। তাঁর বিরুদ্ধে দায়ের হওয়া বৈদেশিক মুদ্রা সংক্রান্ত মামলার তদন্তে স্থগিতাদেশ দিল দিল্লি হাইকোর্ট। গত বছর আর্থিক তছরুপ মামলায় তাঁর বাড়িতে তল্লাশি চালিয়ে বিপুল টাকা ও বৈদেশিক মুদ্রা বাজেয়াপ্ত করে ইডি। তার ভিত্তিতে ডিপার্টমেন্ট অফ রেভিনিউ ইন্টেলিজেন্সের (DRI) তরফেও তাঁর বিরুদ্ধে দায়ের হয় মামলা। এবার সেই মামলায় স্থগিতাদেশ দিল দিল্লি হাই কোর্ট।
জানা গিয়েছে, আর্থিক তছরুপ মামলায় ইডির তরফে মামলা দায়ের করা হয়েছিল পবনের বিরুদ্ধে। তার উপর ভিত্তি করেই হিরো কর্তার বিরুদ্ধে তদন্তে নামে ডিপার্টমেন্ট অফ রেভিনিউ ইন্টেলিজেন্স। এর বিরুদ্ধে হাই কোর্টের দ্বারস্থ হয়েছিলেন শিল্পপতি। বুধবার সেই মামলাতেই স্থগিতাদেশ দিয়েছে আদালত। গত বছর নভেম্বর মাসেই পবনের বিরুদ্ধে কোনও রকম আইনি পদক্ষেপের উপর স্থগিতাদেশ দিয়েছিল আদালত। এবার সেই মামলার তদন্তে স্থগিতাদেশ দেওয়া হল হাই কোর্টের তরফে। সূত্রের খবর, এই মামলার তদন্তে একাধিক বেনিয়মের অভিযোগেই এই সিদ্ধান্ত আদালতের।
[আরও পড়ুন: বাজেটের পরই বিরাট ধাক্কা আম্বানির, লাভের গুড় খেলেন আদানি]
উল্লেখ্য, আর্থিক তছরুপ মামলায় গত বছর হিরো মোটোকর্প কর্তা মুঞ্জল, হেমন্ত দাহিয়া, কে আর রমন, হিরো মোটোকর্পের বাড়ি ও অফিস থেকে বেশ কিছু গুরুত্বপূর্ণ নথি, হার্ড ডিস্ক এবং মোবাইল উদ্ধার করে ইডি। এছাড়াও প্রায় ২৫ কোটি মূল্যের বিদেশি, ভারতীয় মুদ্রা এবং সোনা ও হীরের গয়ানা বাজোপ্ত করা হয়েছে।
[আরও পড়ুন: বাণিজ্যে বৃদ্ধি, বাজেটের ‘নয়া দিশা’য় খুশি শিল্পমহল]
এই ঘটনায় রীতিমতো শোরগোল পড়ে যায় গোটা দেশে। ডিপার্টমেন্ট অফ রেভিনিউ ইন্টেলিজেন্স বা ডিআরআইয়ের তরফেও মামলা দায়ের হয় পবনের বিরুদ্ধে। সেই মামলাতেই অবশেষে স্বস্তি পেলেন হিরো কর্তা।