shono
Advertisement

‘দিল্লি জ্বলছে, কিন্ত অমিত শাহ কোথায়?’, বিজেপিকে তোপ শিব সেনার

সত্যি কথা বললে আদালতকেও শাস্তি দেওয়া হচ্ছে, অভিযোগ উদ্ধব ঠাকরের দলের। The post ‘দিল্লি জ্বলছে, কিন্ত অমিত শাহ কোথায়?’, বিজেপিকে তোপ শিব সেনার appeared first on Sangbad Pratidin.
Posted: 02:01 PM Feb 28, 2020Updated: 02:01 PM Feb 28, 2020

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: উত্তর-পূর্ব দিল্লিতে হিংসার জন্য কেন্দ্রীয় সরকারকেই সরাসরি দায়ী করল শিব সেনা। দিল্লিতে যখন আগুন জ্বলছে তখন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ কোথায়? তা জানতে চাইল তারা।

Advertisement

শুক্রবার শিব সেনার মুখপত্র ‘সামনা(Saamana)’য় প্রশ্ন তোলা হয়েছে, ‘দিল্লির দাঙ্গার ফলে সৃষ্টি হওয়া ধুলো আমাদের অন্ধ করে দিয়েছে এবং স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে কোথাও দেখা যাচ্ছে না। এটা এমন একটি ঘটনা যাতে উদ্বিগ্ন হওয়া উচিত। কিন্তু, প্রশ্ন উঠছে দিল্লি যখন জ্বলছিল তখন অমিত শাহ কোথায় ছিলেন। অজিত দোভালকে রাস্তায় নেমে মানুষের সঙ্গে কথা বলতে দেখা যাচ্ছে। কিন্তু, মানুষ স্বরাষ্ট্রমন্ত্রীকে কবে দেখতে পাবে? অমিত শাহকে তো দিল্লির নির্বাচনের সময় লিফলেট বিলি করতে দেখা গিয়েছিল।’

[আরও পড়ুন: অশান্তি থেকে নবদম্পতিকে বাঁচাতে ঢাল মুসলিম প্রতিবেশীরা, চাঁদবাগে সম্প্রীতির ছবি ]

 

অমিত শাহের পাশাপাশি দিল্লির গন্ডগোলের সময় কেন্দ্রীয় সরকারের ভূমিকাও নিয়ে প্রশ্ন তুলেছে শিব সেনা। তাদের অভিযোগ, দিল্লিতে যখন প্রবল অশান্তি চলছে। ৩৮ জনের বেশি মানুষের মৃত্যু হয়েছে। তখন আমেদাবাদে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে হাত মেলাতে ব্যস্ত ছিলেন নরেন্দ্র মোদির মন্ত্রিসভার সদস্যরা।

নিজেদের মুখপত্র সামনায়, উগ্র জাতীয়তাবাদ ও সাম্প্রদায়িকতা দেশকে ১০০ বছর পিছিয়ে দেবে বলেও দাবি করেছে উগ্র হিন্দুত্ববাদী দলে হিসেবে পরিচিত শিব সেনা। বিজেপির বিরুদ্ধে অভিযোগ জানানোর পাশাপাশি দিল্লির দাঙ্গা থামানোর বিষয়ে দেশের বিরোধী দলগুলিও ব্যর্থ বলে দাবি করা হয়েছে তাদের তরফে। দেশবিরোধী এই দাঙ্গা থামানোর বদলে উসকানিমূলক বক্তব্যই আজ রাজনীতিতে পরিণত হয়েছে বলে অভিযোগও করেছে। দেশের অর্থনীতি যখন সমস্যার মধ্যে দিয়ে যাচ্ছে তখন সবাই ঘৃণা ছড়াতে ব্যস্ত বলেই মনে করছে শিব সেনা। তাদের কথায়, যদি বিজেপি বিরোধী আসনে থাকত। তাহলে দিল্লির রাস্তায় অবরোধ করে স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ দাবি করত। কিন্তু, বিজেপি যেহুতু ক্ষমতায় আছে আর বিরোধীরা দুর্বল, তাই কিছুই হচ্ছে না।

[আরও পড়ুন: করোনা আতঙ্কে ধস শেয়ার বাজারে, রেকর্ড পতন সেনসেক্স-নিফটির]

 

দিল্লি হাই কোর্টের বিচারপতি মুরলিধরকে ট্রান্সফারের ঘটনা উল্লেখ করে শিব সেনা অভিযোগ করেছে, আজকে সত্যি কথা বললে আদালতকে পর্যন্ত শাস্তি দেওয়া হচ্ছে। কেন্দ্রীয় মন্ত্রী অনুরাগ ঠাকুর, সাংসদ পরবেশ বর্মা ও কপিল মিশ্রর নামে এফআইআর দায়ের করতে বলে কী ভুল করেছিলেন বিচারপতি মুরলীধর?

The post ‘দিল্লি জ্বলছে, কিন্ত অমিত শাহ কোথায়?’, বিজেপিকে তোপ শিব সেনার appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement