shono
Advertisement

মজা করার ‘শাস্তি’, তরুণীকে পর পর ছুরির কোপ ক্ষুব্ধ যুবকের!

পুলিশ অভিযুক্তকে গ্রেপ্তার করেছে।
Posted: 10:41 AM Mar 24, 2024Updated: 10:41 AM Mar 24, 2024

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: এক তরুণীর দিকে ছুটে আসছেন এক যুবক। আর তার পর এলোপাথাড়ি ছুরির কোপ মারছেন তাঁকে। ভাইরাল হয়ে গিয়েছে দিল্লির (Delhi) মুখার্জিনগরের এমনই এক সিসিটিভি ফুটেজ। যা দেখে শিউরে উঠেছে নেট ভুবন। জানা গিয়েছে, ওইরকম আক্রমণের মুখে পড়লেও তেমন গুরুতর আঘাত লাগেনি তরুণীর। পুলিশ গ্রেপ্তার করেছে অভিযুক্তকে।

Advertisement

কিন্তু কেন এভাবে হামলার মুখে পড়তে হল ওই তরুণীকে? জানা যাচ্ছে, গত ২২ মার্চ মুখার্জিনগরের এক লাইব্রেরিতে আসেন আক্রান্ত ২৪ বছরের তরুণী। তিনি প্রায়ই ওই লাইব্রেরিতে আসতেন। এদিন রাস্তায় অভিযুক্ত আমনকে এলোমেলো ঘুরে বেড়াতে দেখেন তিনি। এর পরই তাঁকে ‘পাগল’ বলে খোঁচা দেন তরুণী। তাঁকে নিয়ে মজাও করেন। আর তাতেই নাকি মেজাজ হারান ওই যুবক। তিনি সঙ্গে সঙ্গে কাছের এক সবজির দোকান থেকে ছুরি নিয়ে ঝাঁপিয়ে পড়েন ওই তরুণীর উপরে।

[আরও পড়ুন: পুলিশ ভ্যানে ইন্দিরা! জনতা সরকারের ‘ঐতিহাসিক ভুলে’ রাজনৈতিক পুনর্জন্ম প্রিয়দর্শিনীর]

সিসিটিভি ফুটেজে দেখা যাচ্ছে, যুবক ওই তরুণীর দিকে ছুটে আসেন। তাঁকে ধাক্কা দিয়ে মাটিতে ফেলে দেন। তার পর অন্তত চার থেকে পাঁচ বার কোপ মারেন তাঁকে। সেই সময় সেখানে একজন বাইক আরোহী হাজির হন। তিনি গাড়ি থামিয়ে ওই যুবককে ধরার চেষ্টা করেন। কিন্তু তাঁর হাতে ধরা না দিয়ে ফের তরুণীর উপরে চড়াও হতে চান আমন। কিন্তু ব্যর্থ হয়ে সেখান তেকে পালিয়ে যান তিনি। পরে পুলিশ তাঁকে গ্রেপ্তার করে। তরুণীর চোট গুরুতর নয় বলেই জানা গিয়েছে।

[আরও পড়ুন: ‘তিহার জেলে স্বাগত’, কেজরিওয়ালকে আগাম অভ্যর্থনা ‘ঠগবাজ’ সুকেশের]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement