shono
Advertisement

অন্য সম্পর্কে জড়িয়েছেন, সন্দেহে বিদেশিনী প্রেমিকাকে হত্যা দিল্লির যুবকের!  

সুইজারল্যান্ডের তরুণীকে দিল্লিতে ডেকে হত্যার অভিযোগ।
Posted: 03:07 PM Oct 21, 2023Updated: 03:07 PM Oct 21, 2023

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: প্রেমের চরম পরিণতির সাক্ষী দিল্লি! সুইজারল্যান্ডের নাগরিক এক তরুণীকে নৃশংসভাবে হত্যায় অভিযুক্ত রাজধানীর বাসিন্দা এক যুবক। পশ্চিম দিল্লির তিলক নগর থেকে ওই তরুণীর হাত-পা বাঁধা দেহ উদ্ধার করেছে পুলিশ। ইতিমধ্যে গ্রেপ্তার করা হয়েছে অভিযুক্ত যুবককে। জিজ্ঞাসাবাদে অভিযুক্ত জানিয়েছে, অন্য যুবকের সঙ্গে প্রেমের সম্পর্কে জড়িয়েছেন তরুণী, এই সন্দেহেই তাঁকে হত্যা করেছেন তিনি।

Advertisement

পুলিশ সূত্রে জানা গিয়েছে, অভিযুক্তের যুবকের নাম গুরপ্রীত সিং। সুইজারল্যান্ডের নাগরিক বছর ৩০-এর তরুণীর সঙ্গে সোশাল মিডিয়ায় আলাপ হয় তাঁর। বছর দুয়েক হল প্রেমের সম্পর্ক গড়ে ওঠে উভয়ের মধ্যে। সম্পর্কের সূত্রে গুরপ্রীত একাধিকবার সুইজারল্যান্ডেও যান। সম্প্রতি যুবকের সন্দেহ হয়, অন্য সম্পর্কে জড়িয়েছেন তরুণী। এর পরেই তাঁকে হত্যার ছক কষেন। সেই উদ্দেশেই তাঁকে ভারতে আসতে বলেন গুরপ্রীত।

[আরও পড়ুন: ‘নতুন ভারতের শিল্পকার’, দেশের প্রথম রিজিওনাল র‌্যাপিড ট্রেনের সূচনা, মোদিকে কুর্নিশ যোগীর]

প্রেমিকের ডাকে সাড়া দিয়ে দিল্লিতে আসেন তরুণী। এক পুলিশ আধিকারিক জানিয়েছেন, ম্যাজিক দেখানোর ভান করে লোহার চেন দিয়ে তরুণীর হাত-পা বেঁধে ফেলেন যুবক। এর পর তাঁকে হত্যা করেন। একটি গাড়িতে করে তরুণীর মৃতদেহ তিলক নগর এলাকার একটি সরকারি স্কুলের কাছে ফেলে দেন। শুক্রবার স্থানীয়দের নজরে আসে দেয়। খবর  পেয়ে দেহ উদ্ধার করে পুলিশ।

[আরও পড়ুন: না চাইলে কোনও দম্পতিকে একসঙ্গে থাকতে বলা নিষ্ঠুরতা, মন্তব্য হাই কোর্টের]

পুলিশ আধিকারিক জানিয়েছেন, সিসিটিভি ফুটেজে খতিয়ে দেখে অপরাধে কাজে লাগানো গাড়িটিকে চিহ্নিত করা হয়েছে। যদিও ওই গাড়ির মালিকের দাবি, মাস দুই আগে গাড়িটি বিক্রি করে দেন তিনি। এদিকে অভিযুক্ত গুরপ্রীতের বাড়ি থেকে নগদ ২ কোটি ২৫ লক্ষ টাকা উদ্ধার করেছে পুলিশ।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement