সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ডোনাল্ড ট্রাম্প মসনদে বসতে চলেছেন নতুন বছরের শুরুতেই। সেই নতুন প্রশাসনে বড়সড় পদ পেয়েছেন বিশ্বের ধনীতম ব্যক্তি এলন মাস্ক। নির্বাচনী প্রচারেও বাইডেনকে বিঁধে বর্ষীয়ান রিপাবলিকান নেতারই জয়ধ্বনি দিতে দেখা গিয়েছিল তাঁকেই। কিন্তু এহেন মাস্ক-ট্রাম্প বন্ধুত্বে চিড় ধরাচ্ছে অভিবাসন। দুই শিবিরের সমর্থকদের মধ্যে শুরু হয়েছে বচসা। ফাটল ধরেছে MAGA ক্যাম্পে।
MAGA। অর্থাৎ 'মেক আমেরিকা গ্রেট এগেইন'। এটাই ছিল ট্রাম্পের স্লোগান। আর সেই স্লোগান একসঙ্গে তুলতে দেখা গিয়েছিল ট্রাম্প-মাস্ককে। কিন্তু আমেরিকায় পালাবদলের পর আচমকাই দুই শিবিরে দ্বন্দ্বের পরিবেশ তৈরি হয়েছে। আর এই সংকটের সূচনা ভারতীয় বংশোদ্ভূত শ্রীরাম কৃষ্ণনের নিয়োগ ঘিরে। তাঁকে ক্ষমতাসীন হতে চলা ট্রাম্প প্রশাসনের কৃত্রিম বুদ্ধিমত্তা নীতির নেতৃত্বের ভার দেওয়ার পর থেকেই বিতর্ক শুরু হয়ে গিয়েছে। আসলে এর আগে তিনি সওয়াল করেছিলেন মেধাবী অভিবাসীদের গ্রিন কার্ড দেওয়ার ব্যাপারে। যাকে ঘিরে সোশাল মিডিয়ায় শোরগোল পড়ে যায়।
মাস্ক, বিবেক রামস্বামীরা এই নিয়ে বরাবরই ট্রাম্প-ঘনিষ্ঠদের সঙ্গে ভিন্নমত। মাস্ক নিজেও এইচ-১বি ভিসায় আমেরিকায় অভিবাসন গ্রহণ করেছিলেন। তাঁর মতে, 'যদি আপনি চান আপনার টিম চ্যাম্পিয়ন হোক, তাহলে সেরা প্রতিভাদের নিয়োগ করতেই হবে।' একই মত রামস্বামীরও। তাঁর মতে মার্কিন সংস্কৃতি বরাবরই মাঝারি প্রতিভারই বেশি কদর করে এসেছে। এই ধরনের মতামত ট্রাম্পের মনোভাবের একেবারেই বিপরীত। ফলে এই নিয়ে ক্রমেই ফাটল ধরছে দুই শিবিরে। ট্রাম্প মসনদে বসার আগেই এই পরিস্থিতিতে 'সিঁদুরে মেঘ' দেখছেন অনেকেই। শেষপর্যন্ত অভিবাসন নিয়ে এই সংঘাত আরও বড় কোনও চেহারা ধারণ করে কিনা সেটাই দেখার।