সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কাপুর পরিবারের মেয়ে বলে কথা! দুই পিসি করিশ্মা-করিনাদের ম্যাজিকে মুগ্ধ হয়েছেন এযাবৎকাল অনুরাগীরা। অন স্ক্রিন, অফ স্ক্রিন সবেতেই কাপুর সিস্টার্সরা হিট। খুদের বাবা রণবীর কাপুরও অবশ্য কম যান না। কাপুরনন্দনের ক্যারিশ্মায় হৃৎস্পন্দন বাড়ে তরুণীদের। মা আলিয়া ভাটও তাই। তবে বর্তমানে নিত্যদিন খবরের শিরোনামে রাহা কাপুর (Raha Kapoor)। মাত্র ২ বছর বয়সেই মিষ্টি আচরণে সকলের থেকে লাইম লাইট কেড়ে নিয়েছে সে।
শনিবার সাত সকালে মেয়েকে নিয়ে জার্মানিতে উড়ে গিয়েছেন রণবীর-আলিয়া (Alia-Ranbir)। মুম্বইয়ের কোলাহল থেকে দূরে গিয়ে সেখানেই নতুন বছরকে স্বাগত জানাবেন তারকাদম্পতি। তবে জার্মানিতে নিউ ইয়ার সেলিব্রেশনের জন্য উড়ে যাওয়ার আগে বিমানবন্দরে খুদে রাহা মা-বাবার থেকে সমস্ত লাইমলাইট কেড়ে নিল। মাত্র ২ বছরের খুদের কীর্তি দেখে মুগ্ধ পাপারাজ্জিরা।
ছোট্ট রাহা (Raha) ধীরে ধীরে বড় হচ্ছে। কাপুর-ভাট পরিবারের নয়নমণি রণবীর-আলিয়ার (Ranbir Kapoor Alia Bhatt) একরত্তি। আর এই বছর দুয়েকেই 'সুপারস্টার' মা-বাবার সমস্ত স্পটলাইট কেড়ে নিয়েছে খুদে রাজকন্যে। সম্প্রতি বড়দিনে কাপুরদের গেট-টুগেদারে যাওয়ার আগে মিষ্টি সুরে ফটোশিকারিদের 'মেরি ক্রিসমাস'-এর শুভেচ্ছা জানিয়েছিল রাহা। সেই ভুবনবোলানো হাসিতে মন গলেছে সকলের। শনিবারও পাপারাজ্জিদের ক্যামেরায় আবারও সেরকমই এক মিষ্টি মুহূর্তবন্দি। মা আলিয়ার কোলে চড়ে বিমানবন্দরে প্রবেশ করার আগে পাপারাজ্জিদজের ফ্ল্যাসের ঝলকানি দেখে বিন্দুমাত্র বিরক্তবোধ নয়, বরং হাসিমুখে সকলের উদ্দেশে চুমু ছুড়ে হাত নেড়ে বিদায় জানাল সে। আর খুদের এই কীর্তি দেখেই হেসে গড়াল উপস্থিত সকলে। সেই ভিডিও আপাতত নেটপাড়ায় দেদার গতিতে ভাইরাল।