সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: এক মোমো বিক্রেতা ছুরির কোপ মারলেন ক্রেতাকে! তাঁর ‘অপরাধ’ ছিল, মোমোয় (Momo) অতিরিক্ত চাটনি চেয়েছিলেন। এমনই বিচিত্র এক ঘটনার সাক্ষী হল দিল্লির (Delhi) শাহদারা।
ঠিক কী হয়েছিল? ৩৪ বছরের সন্দীপ একটি মোবাইল চার্জার নির্মাণের ছোট্ট সংস্থা চালান। তিনি মোমো খেতে গিয়েছিলেন ওই দোকানে। বিক্রেতা বিকাশের থেকে অতিরিক্ত চাটনি চাইতেই হয় বিপত্ত। বচসা বাঁধে দুজনের। ক্রমে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। আচমকাই অভিযুক্ত বিকাশ কোথা থেকে একটি ছুরি বের করে চড়াও হন সন্দীপের উপরে। এর পর তাঁকে ছুরি মেরে দ্রুত তিনি চম্পট দেন।
[আরও পড়ুন: বিলকিস কাণ্ডে ৯ অভিযুক্ত নিখোঁজ! তালা ঝুলছে গুজরাটের গ্রামের বাড়িতে!]
পুলিশ ইতিমধ্যেই এফআইআর দায়ের করেছে। বিকাশের বিরুদ্ধে খুনের চেষ্টার অভিযোগ আনা হয়েছে। তবে শেষ খবর পাওয়া পর্যন্ত তাঁর খোঁজ মেলেনি। তদন্তে নেমে আরও একজনের সন্ধান পেয়েছে পুলিশ। তিনি নাকি বিকাশকে সাহায্য করেছিলেন। তাঁকে খুঁজছেন তদন্তকারীরা।
এই ধরনের তাৎক্ষণিক বিবাদ ও সেখান থেকে হামলার ঘটনা যেন ইদানী ক্রমেই বাড়ছে। মনে করা হচ্ছে, পারিপার্শ্বিক চাপ থেকে ব্যক্তিগত জীবনের কোনও অবসাদ অনেক সময়ই এমন অপরাধে অনুঘটকের কাজ করে। ফলে আচমকাই ঘটে যায় অনভিপ্রেত রক্তারক্তির ঘটনা।