shono
Advertisement

দরজায় আটকে মহিলার পোশাক, চলতে শুরু করল মেট্রো! মর্মান্তিক মৃত্যু যাত্রীর

অভ্যন্তরীণ নির্দেশের নির্দেশ দিয়েছেন মেট্রো রেল কর্তৃপক্ষ।
Posted: 11:00 AM Dec 17, 2023Updated: 11:02 AM Dec 17, 2023

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পোশাকের অংশ আটকে গিয়েছিল মেট্রোর দরজায়। আর সেই অবস্থাতেই চলতে শুরু করল ট্রেন। এর পরই বেসামাল অবস্থায় রেললাইনে পড়ে গিয়ে মৃত্যু হল এক মহিলার। ঘটনাস্থল থেকে গুরুতর জখম অবস্থায় হাসপাতালে নিয়ে যাওয়া হয় তাঁকে। সেখানেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন ওই মহিলা। দিল্লি মেট্রো সাক্ষী হল এমনই এক মর্মান্তিক ঘটনার।

Advertisement

জানা যাচ্ছে, নিহত মহিলার নাম রিনা। গত বৃহস্পতিবার তিনি গন্তব্য মোহননগরে যাওয়ার পথে ইন্দ্রলোক স্টেশনে নেমে ট্রেন বদল করছিলেন। কিন্তু তখনই ঘটে যায় ওই দুর্ঘটনা। যতদূর ধারণা করা হচ্ছে, মেট্রোয় ওঠার সময়ই তাঁর পোশাকের অংশ আটকে যায় দরজায়। তাতেই ঘটে যায় বিপত্তি। সফদরজং হাসপাতালে ভর্তি করা হয় তাঁকে। দুদিন ধরে চলে জীবন-মৃত্যুর লড়াই। চিকিৎসকরা অনেক চেষ্টা করলেও শেষ পর্যন্ত শনিবার তাঁর প্রয়াণ ঘটে।

[আরও পড়ুন: ১৭-২৩ ডিসেম্বরের Horoscope: কর্মক্ষেত্র থেকে ব্যক্তিগত জীবন, কেমন যাবে আগামী সপ্তাহ? জানুন রাশিফল]

স্বাভাবিক ভাবেই প্রশ্ন উঠছে, কেন যাত্রীর পোশাকের অংশ আটকে থাকা অবস্থায় চলতে শুরু করল মেট্রো? ইতিমধ্যেই অভ্যন্তরীণ নির্দেশের নির্দেশ দিয়েছেন মেট্রো রেল কর্তৃপক্ষ। অপরাধ প্রমাণিত হলে কড়া শাস্তি হবে বলে জানানো হয়েছে। এখনও দিল্লি পুলিশ এই বিষয়ে কোনও মন্তব্য করেনি।

[আরও পড়ুন: কখনও ডাক্তার, কখনও প্রধানমন্ত্রী-ঘনিষ্ঠ, ভিন্ন পরিচয়ে ৬ বিয়ে কাশ্মীরি যুবকের! মিলল পাক যোগও]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement