সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: রশ্মিকা মান্দানার ডিপফেক ভিডিও নিয়ে এবার সরব হল দিল্লি পুলিশ। পুলিশ সূত্রে পাওয়া খবর অনুযায়ী, শুক্রবার দিল্লি পুলিশের তরফে স্পেশাল সেল পুলিশ স্টেশনে একটি ‘ফার্স্ট ইনফরমেশন রিপোর্ট’ মামলা দায়ের করা হয়েছে।
এ বিষয়ে রশ্মিকা পাশে পেয়েছেন দিল্লি মহিলা কমিশনকেও। রশ্মিকার ডিপফেক ভিডিও ভাইরাল হওয়ার পর মহিলা কমিশনের তরফ থেকে দেওয়া এক বিবৃতিতে জানানো হয়, রশ্মিকা মান্দানার ভাইরাল হওয়া ডিপফেক ভিডিও প্রসঙ্গে দিল্লির মহিলা কমিশন একটি সুয়ো-মোটো মামলার আরজি জানিয়েছে। এই বিবৃতিতে কমিশনের তরফে উল্লেখ করা হয়েছে যে এই ঘটনায় এখনও পর্যন্ত কোনও গ্রেপ্তারি বা আটকের খবর মেলেনি। দ্রুত এই বিষয়ে আটক বা গ্রেপ্তারির দাবি তুলেছে মহিলা কমিশন।
[আরও পড়ুন: ‘লৌহ কপাট’ বিতর্কের মাঝেই নতুন টুইট, কী বললেন এ আর রহমান?]
সোশাল মিডিয়ায় দাবানলের মতো ছড়িয়ে পড়ে রশ্মিকা মান্দানার বিকৃত ভিডিও। ডিপফেক এআই প্রযুক্তি ব্যবহার করে তৈরি এই ভিডিও ভাইরাল হওয়ার পর প্রতিবাদের ঝড় ওঠে নানা মহলে। নড়েচড়ে বসে প্রশাসনও। সোশাল মিডিয়ায় পোস্ট করে তীব্র বিরক্তি প্রকাশ করেছিলেন রশ্মিকা নিজেই। লিখেছিলেন, তাঁর ভয়ের কথা। এমনকী, ডিপফেক ভিডিও কাণ্ডে গর্জে উঠেছেন অমিতাভ বচ্চনও।
[আরও পড়ুন: ‘আমায় মাফ করবেন…’, ‘লৌহ কপাট’ বিতর্কের মাঝে প্রথমবার মুখ খুললেন গায়ক তীর্থ?]