shono
Advertisement

বাংলার পথেই দিল্লি, মহিলাদের মাসিক ১০০০ টাকা দেওয়ার ঘোষণা কেজরি সরকারের

লোকসভা নির্বাচনের আগে দিল্লি সরকারের এই ঘোষণা ভোট রাজনীতিতে বড় প্রভাব ফেলতে চলেছে বলেই ধারণা রাজনৈতিক মহলের।
Posted: 01:51 PM Mar 04, 2024Updated: 02:57 PM Mar 04, 2024

 সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বাংলার লক্ষ্মীর ভাণ্ডারের ধাঁচে এবার দিল্লিতে বড় ঘোষণা অরবিন্দ কেজরিওয়াল সরকারের। সোমবার দিল্লি বিধানসভায় বাজেট পেশ করে আপ সরকারের তরফে ঘোষণা করা হয়েছে, ‘মুখ্যমন্ত্রী মহিলা সম্মান যোজনা’র মাধ্যমে এখন থেকে ১৮ বছরের ঊর্ধ্বে দিল্লির সব মহিলাকে মাসিক ১০০০ টাকা করে দেবে সরকার। এই প্রকল্পের জন্য ২ হাজার কোটি টাকা বরাদ্দ করা হয়েছে বাজেটে। আসন্ন লোকসভা নির্বাচনের আগে দিল্লি সরকারের এই ঘোষণা যে ভোট রাজনীতিতে বড় প্রভাব ফেলতে চলেছে তা বলার অপেক্ষা রাখে না।

Advertisement

সোমবার বিধানসভায় বাজেট পেশ করে দিল্লির অর্থমন্ত্রী অতিশি জানান, ‘২০১৩ সালে আমি যখন রাজনীতিতে আসি তখন রাজনীতি থেকে মানুষের ভরসা উঠে গিয়েছিল। তবে তাঁদের মনে নতুন করে আশার সঞ্চার করেছেন অরবিন্দ কেজরিওয়াল। সততার সঙ্গে সরকার চালানোর জন্য দিল্লি সরকারের উত্তরোত্তর রাজস্ব বৃদ্ধি হয়েছে। ২০১৪-১৫ সালে ৩০ হাজার কোটি থেকে আজ ৭৬ হাজার কোটির বাজেট পেশ করছি আমরা।’ এদিনের বাজেটে আপ সরকারের তরফে শিক্ষা ও স্বাস্থ্য খাতেও বিপুল বরাদ্দ করা হয়েছে।

[আরও পড়ুন: ৮ বার তলব এড়িয়েছেন, অবশেষে ইডির মুখোমুখি হতে রাজি কেজরিওয়াল]

বাজেট অধিবেশনে অর্থমন্ত্রী অতিশি বলেন, ‘একটা সময়ে দিল্লির স্কুলগুলির অবস্থা অত্যন্ত শোচনীয় ছিল। আমাদের সরকার ক্ষমতায় আসার পর দিল্লির সরকারি স্কুলগুলিকে নয়া উচ্চতায় পৌঁছে দিয়েছে। ২০১৪-১৫ সালে আমাদের সরকার শিক্ষা ক্ষেত্রে ৬ হাজার ৫৫৪ কোটি টাকা বরাদ্দ করেছিল, আজ সেটাই পৌঁছে গিয়েছে ১৬ হাজার ৩৯৬ কোটি টাকায়। দিল্লির স্কুল শিক্ষার এই অগ্রগতির অন্যতম নায়ক মণীশ সিসোদিয়া। পাশাপাশি বাজেটে ৮ হাজার ৬৮৫ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে দিল্লির স্বাস্থ্যখাতেও। তবে এই সব কিছুর মধ্যে সবচেয়ে বড় চমক নিঃসন্দেহে ‘মুখ্যমন্ত্রী মহিলা সম্মান যোজনা’য় দিল্লির ১৮ ঊর্ধ্ব সকল মহিলাকে মাসিক ১ হাজার টাকা ভাতা।

[আরও পড়ুন: জলসংকটের মাঝেই অস্বাভাবিক তাপপ্রবাহে পুড়ছে বেঙ্গালুরু, জারি সতর্কতা]

উল্লেখ্য, ২০২১ সালে বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ক্ষমতায় আসার পর মহিলা স্বনির্ভরতার লক্ষ্যে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প চালু করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সাম্প্রতিক রাজ্য বাজেটে এই প্রকল্পে টাকার অঙ্ক বাড়িয়ে তফসিলি জাতি ও উপজাতি মহিলাদের জন্য ১২০০ টাকা ও অন্যান্যদের জন্য ১০০০ টাকা ঘোষণা করেছে তৃণমূল সরকার। বাংলায় বিপুল ভাবে সাড়া ফেলে দেওয়া এই প্রকল্প অনুকরণ করেছে মধ্যপ্রদেশ, কর্নাটকের মতো একাধিক রাজ্য। আসন্ন লোকসভা নির্বাচনে মহিলা ভোটকে নজরে রেখে এবার দিল্লির মহিলাদের জন্য বাংলার বহুল জনপ্রিয় প্রকল্পকে আপন করে নিল কেজরিওয়াল সরকারও।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement