shono
Advertisement

১০ বছরের ‘কাজের মেয়ে’কে মারধর! পালটা গণধোলাই দম্পতিকে

ফের শিরোনামে দিল্লি।
Posted: 03:57 PM Jul 19, 2023Updated: 07:32 PM Jul 19, 2023

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দশ বছরের একটি মেয়েকে পরিচারিকার কাজে রেখেছিলেন এক দম্পতি। সেই মেয়েটিকেই প্রচণ্ড মারধর করেন তাঁরা। এর জেরে ক্ষুব্ধ জনতার পালটা মার খেলেন ওই অভিযুক্ত দম্পতি। দিল্লির দ্বারকার ঘটনায় ছড়াল চাঞ্চল্য।

Advertisement

দশ বছরের এক নাবালিকাকে কাজে রেখেছিলেন সেই দম্পতি। স্ত্রী পেশায় বিমানচালিকা। স্বামী বিমান সংস্থায় কর্মরত। গত দু’ মাস ধরে মেয়েটি তাঁদের বাড়িতেই কাজে বহাল ছিল। সেখানেই শারীরিক নির্যাতনের শিকার হয় মেয়েটি। ওই দম্পতির বিরুদ্ধেই মেয়েটিকে মারধর করার অভিযোগ ওঠে। 

আজ অর্থাৎ বুধবার, মেয়েটির এক আত্মীয় স্থানীয়দের গোটা বিষয়টি জানান। মেয়েটির হাতে ও চোখের নীচে মারধরের চিহ্নও দেখান। সব শুনে স্থানীয় মানুষ ক্ষিপ্ত হন।  অভিযুক্ত দম্পতিকে ঘিরে ফেলেন তাঁরা। সেই দম্পতিকে মারধর করা হয়। 

[আরও পড়ুন: বেঙ্গালুরুতে বড়সড় সন্ত্রাস হামলার ছক বানচাল, প্রচুর আগ্নেয়াস্ত্র-সহ গ্রেপ্তার ৫ জঙ্গি!]

ঘটনার একটি ভিডিও প্রকাশ্যে এসেছে। যেখানে দেখা গিয়েছে, ইউনিফর্ম পরা ওই বিমানচালিকাকে কয়েকজন মহিলা মিলে মারধর করছেন। রীতিমতো চুল ধরে টেনে একের পর এক চড়-থাপ্পর কষানো হচ্ছে। মারের মুখে ওই অভিযুক্ত মহিলা ক্ষমাও চান কিন্তু তাতেও কোনও লাভ হয়নি। স্থানীয়দের ক্ষোভ প্রশমিত হয়নি। 

অন্যদিকে, ক্ষিপ্ত জনতা ওই মহিলার স্বামীর উপরেও চড়াও হন। তাঁকেও মারা হয়। তারমধ্যেই তিনি তাঁর স্ত্রীকে বাঁচানোর চেষ্টা করেন। এরপর কয়েকজন ব্যক্তি ক্ষিপ্ত জনতাকে শান্ত করার চেষ্টা করেন। কিছুক্ষণ পর পুলিশ ঘটনাস্থলে এসে অভিযুক্ত দম্পতিকে উদ্ধার করে হেফাজতে নেয়।

[আরও পড়ুন: শারীরিক নিগ্রহের ‘বদলা’, প্রেমিকের গায়ে বিষধর সাপ ছেড়ে দিলেন তরুণী! ছোবলে মৃত্যু যুবকের]

উল্লেখ্য, ভারতে শিশুশ্রম কঠোরভাবে নিষিদ্ধ। তা সত্ত্বেও দশ বছরের একটি মেয়েকে ওই অভিযুক্ত দম্পতি কাজে রাখেন। শুধু তাই নয় মেয়েটির উপর নির্মম অত্যাচারও করেন। ওই দম্পতির বিরুদ্ধে পুলিশের কাছে অভিযোগ জানিয়েছেন ওই নাবালিকার আত্মীয়। পুলিশ গোটা ঘটনার তদন্ত শুরু করেছে।

এই ঘটনার প্রেক্ষিতে বিমান সংস্থা ইন্ডিগো জানিয়েছে, বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। আপাতত অভিযুক্ত কর্মীকে ডিরোস্টার করা হয়েছে। 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement