সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: নোট বাতিলের জেরে অর্থনীতিতে ধস৷ চলতি আর্থিক বর্ষের প্রথম ত্রৈমাসিকেই কমেছে আর্থিক বৃদ্ধির হার৷ তা নিয়ে সমালোচনায় উত্তাল গোটা দেশ৷ কিন্তু এই পরিস্থিতিতে দাঁড়িয়েও নোট বাতিলকে যুক্তিযুক্ত বলেই মনে করছেন অনিল বোকিল৷ যাঁর পরমার্শ মতোই নোট বাতিলের সিদ্ধান্ত নিয়েছিলেন প্রধানমন্ত্রী৷ তাঁর মতে, গত নভেম্বরে নোট বাতিল না হলে বড় সংকটে পড়ত দেশ৷ ২০০৮ সালে মার্কিন মুলুকে যেরকম অর্থনৈতিক সংকট দেখা গিয়েছিল, ভারতেও তা দেখা দিত বলেই মত তাঁর৷
২০০৮-০৯ সাল নাগাদ গোটা বিশ্বই অর্থনৈতিক সংকট বা রিসেশনের মুখে পড়েছিল৷ কিন্তু সেই সংকটের মুখেও ভারতীয় অর্থনীতির শিরদাঁড়া মোটামুটি মজবুতই ছিল৷ কিন্তু তারপর থেকে অবস্থা বদলায়৷ বাজারে টাকার জোগান বেশি হয়৷ তুলনায় পণ্য কম৷ অর্থনীতির পরিভাষায় এই পরিস্থিতিকে ‘ক্যাশ বাবল’ বলা হয়৷ তখন প্রয়োজন হয় ফেন্সিং বা ছাঁটাইয়ের৷ ঠিক যেরকম গাছের ডালাপালা বড় হলে সেগুলোকে কিঞ্চিৎ ছেঁটে ফেলতে হয়৷ অনিল বোকিলের মতে, নোট বাতিল ভারতের ক্ষেত্রে ঠিক সেই কাজই করেছে৷ নয়তো ভারতকেও অর্থনৈতিক সংকটের মুখে পড়তে হত৷
[ জানেন, কার পরামর্শে নোট বাতিলের সিদ্ধান্ত নিয়েছিলেন মোদি? ]
গত ৮ নভেম্বর আচমকা নোট বাতিলের সিদ্ধান্ত ঘোষণা করেন প্রধানমন্ত্রী৷ তাতে দিশেহারা হয় গোটা দেশ৷ সমালোচনার ঢেউ ওঠে৷ কিন্তু একদিনে এ সিদ্ধান্ত নেওয়া হয়নি৷ পরে জানা যায়, এ নিয়ে অনেকের মতামত নিয়েছিলেন প্রধানমন্ত্রী৷ তাঁর মধ্যে অন্যতম ছিলেন এই অনিল বোকিল৷ মোটে ৯ মিনিটের একটি প্রেজেন্টেশন দিয়েছিলেন তিনি৷ সেখানে অন্যান্য অনেক সুপারিশের পাশাপাশি ছিল এই নোট বাতিলের প্রসঙ্গও৷ ১০০, ৫০০ ও ১০০০ টাকার নোট বাতিলের পক্ষে মত দিয়েছিলেন তিনি৷ তাঁর সুপারিশের একাংশ মেনে নোট বাতিলের সিদ্ধান্ত নেন প্রধানমন্ত্রী৷
এরপর বেশ কয়েক মাস কেটে গিয়েছে৷ এর মধ্যেই এসেছে জিএসটি৷ জোড়া ধাক্কায় দেশের উৎপাদন কমেছে৷ পাল্লা দিয়ে কমেছে জিডিপি-ও৷ ফলত সমালোচনা তুঙ্গে বিরোধীদের৷ বেশ চাপে শাসকদল৷ কিন্তু এই পরিস্থিতিতে দাঁড়িয়েও নোট বাতিলকেই সমর্থন করছেন অনিল বোকিল৷ তাঁর মতে, বিরোধিতা যা হচ্ছে তা অনেকটাই রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত৷ তাঁর মতে, শুধু কালো টাকা রোখাই নয়, সমাজ বিরোধীদের হাতেও টাকা গিয়েছিল৷ নোট বাতিল না হলে তা নিয়ন্ত্রণ করা সম্ভব হত না৷ কিন্তু যদি ৯৯ শতাংশ নোট আরবিআই-এর ঘরেই ফিরে আসে, তাহলেও এই তত্ত্ব মেনে নেওয়া যায় কি? সে প্রশ্ন অবশ্য ঝুলেই থাকল৷
[ গোরক্ষপুরে শিশুমৃত্যুর ঘটনায় গ্রেপ্তার ‘হিরো’ চিকিৎসক কাফিল খান ]
The post নোট বাতিলে বড় সংকট থেকে বেঁচেছে দেশ, মত অনিল বোকিলের appeared first on Sangbad Pratidin.