shono
Advertisement
Krishnanagar

বকেয়ার দাবিতে কৃষ্ণনগর পুরসভায় ধুন্ধুমার, প্রাক্তন কর্মীদের সঙ্গে 'বহিরাগত'দের সংঘর্ষে মাথা ফাটল ৪ জনের

কর্মসূচির সময় বাঁশ, লাঠি দিয়ে হামলা চালানো হয় বলে অভিযোগ।
Published By: Suhrid DasPosted: 08:40 PM Feb 21, 2025Updated: 08:40 PM Feb 21, 2025

সঞ্জিত ঘোষ, নদিয়া: অবসরপ্রাপ্ত কর্মীদের আন্দোলন ঘিরে রণক্ষেত্র হয়ে উঠল কৃষ্ণনগর পুরসভা চত্বর। দুই পক্ষের হাতাহাতিতে একাধিক ব্যক্তির মাথা ফাটল। প্রবল উত্তেজনা ছড়িয়ে পড়ায় বিপুল সংখ্যায় কোতোয়ালি থানার পুলিশ ঘটনাস্থলে যায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে র‍্যাফও নামে।

Advertisement

দীর্ঘদিন ধরেই কৃষ্ণনগর পুরসভার অবসরপ্রাপ্ত কর্মীদের পাওনা বকেয়া রয়েছে বলে অভিযোগ। মাঝেমধ্যে পাওনার দাবিতে বিক্ষোভও চলে। আজ শুক্রবার ফের সেই পাওনার দাবিতে জড়ো হন আন্দোলনকারীরা। চেয়ারম্যানের কাছে ডেপুটেশন কর্মসূচি ছিল। আন্দোলন চলাকালীনই শুরু হয়ে যায় ধুন্ধুমার। বেশ কিছু লোক সেই বিক্ষোভ চলাকালীন সেখানে জড়ো হন। তাঁদের সঙ্গেই আন্দোলনকারীদের সঙ্গে প্রথমে বচসা হয়। তারপরই শুরু হয়ে যায় হাতাহাতি।

কয়েকজন বাঁশ, লাঠি দিয়ে হামলা চালান বলে অভিযোগ। মুহূর্তে পুরসভা এলাকা রণক্ষেত্র হয়ে ওঠে। রাস্তার উপরেও বাঁশ, লাঠি নিয়ে তাড়া করা হয় বলে অভিযোগ। হামলার ঘটনায় এক কাউন্সিলর ও এক অবসরপ্রাপ্ত কর্মী-সহ চারজন গুরুতর জখম হন। এছাড়াও আরও অনেকে কম-বেশি  আহত বলে খবর। ঘটনার খবর পেয়ে কোতোয়ালি থানা থেকে বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে যায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আসতে র‍্যাফও নামে। জখমদের উদ্ধার করে শক্তিনগর জেলা হাসপাতালে পাঠানো হয়। কিন্তু কারা আন্দোলনের মধ্যে ঢুকে বিশৃঙ্খলা চালালো?

আন্দোলনকারীদের দাবি, চেয়ারম্যানের অনুগামীরা তাঁদের উপর হামলা চালিয়েছেন। যদিও এই অভিযোগ সম্পর্কে কিছুই বলতে চাননি চেয়ারম্যান রীতা দাস। তিনি দাবি করেন, মাতৃভাষা দিবস উপলক্ষে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। সেই অনুষ্ঠান চলাকালীন আন্দোলন শুরু করে দেন তাঁরা। মাইক বাজাতেই শুরু হয় ঝামেলা। চেয়ারম্যানের আরও অভিযোগ, এক কাউন্সিলরের মদতেই এই ঘটনা ঘটেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে এলেও চাপা উত্তেজনা থাকে দীর্ঘ সময়।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • অবসরপ্রাপ্ত কর্মীদের আন্দোলন ঘিরে রণক্ষেত্র হয়ে উঠল কৃষ্ণনগর পুরসভা চত্বর।
  • দুই পক্ষের হাতাহাতিতে একাধিক ব্যক্তির মাথা ফাটল।
  • প্রবল উত্তেজনা ছড়িয়ে পড়ায় বিপুল সংখ্যায় কোতোয়ালি থানার ঘটনাস্থলে যায়।
Advertisement