অর্ণব আইচ: গর্বের শহর কলকাতা। আর সেই শহরেই কিনা মুমুর্ষু রোগীকে একটু চিকিৎসার জন্য ঘুরতে হল পাঁচ পাঁচটা হাসপাতাল। হাসপাতালের দোরে দোরে ঘুরেও ভরতি করা গেল না অচেতন ব্যক্তিকে। লজ্জার সেই ঘটনার সাক্ষী রইলেন কলকাতা পুলিশের একজন আধিকারিক। রাস্তায় অচেতন অবস্থায় পড়ে থাকা ব্যক্তিকে হাসপাতালে ভরতি করতে গিয়ে রীতিমতো নাকাল হতে হল উর্দিধারীদের।
ঘটনার সূত্রপাত শনিবার রাতে। খাস কলকাতার একবালপুর থানা এলাকায় রাস্তার ধারে এক অচেতন ব্যক্তিকে পড়ে থাকতে দেখা যায়। তাঁকে উদ্ধার করেন একবালপুর থানার কয়েক জন পুলিশকর্মী। নিজের নাম রামরতন বন্দ্যোপাধ্যায় বলতে পেরেছিলেন ওই ব্যক্তি। বাকি কী করেন, কোথায় বাড়ি কিছুই স্পষ্ট করে বলতে পারছিলেন না। অসুস্থ শরীর, গায়ে শক্তি বলতে কিছুই ছিল না। এহেন মুমূর্ষু রোগীকে কোনওরকমে একটি অ্যাম্বুল্যান্সে করে হাসপাতালে ভরতি করার উদ্যোগ নেন একজন সাব ইনস্পেক্টর এবং আরও কয়েকজন পুলিশকর্মী।
[আরও পড়ুন: সুরজিৎ কর পুরকায়স্থের প্রাক্তন স্ত্রী ও শাশুড়ির রহস্যমৃত্যু, দরজা ভেঙে উদ্ধার দেহ]
দুর্ভোগের শুরু এইখানেই। ন্যাশনাল মেডিক্যাল, এনআরএস, এসএসকেএম-সহ পাঁচ হাসপাতাল ঘুরেও রাতভর কোথাও ভরতি করা যায়নি তাঁকে। কোথাও কোনও বেড নেই। কোভিড আক্রান্ত হওয়ারও ভয় রয়েছে। কিন্তু পুলিশকর্মীরা নিজের কাজ করে গিয়েছেন। হাল ছাড়েননি। চেষ্টা চালিয়ে গিয়েছেন ওই ব্যক্তিকে ভরতি করার। শেষে রবিবার দুপুরে আরজি কর হাসপাতালে নিয়ে যাওয়া হয় তাঁকে। কিন্তু সেখানেও ভরতি না হওয়ায় শেষপর্যন্ত একটা নার্সিংহোমে নিয়ে যাওয়া হয় তাঁকে। চেষ্টা চলছে ওই ব্যক্তির বাড়ি কোথায় জানার, তাঁর পরিবারের সঙ্গেও যোগাযোগ করার চেষ্টা চলছে। কলকাতার মতো শহরে একজন রোগীকে যদি পাঁচটা হাসপাতাল ঘুরতে হয় তাহলে শহরের স্বাস্থ্য পরিষেবা নিয়ে প্রশ্ন ওঠাই স্বাভাবিক।
[আরও পড়ুন: করোনার বলি কলকাতা পুলিশের কনস্টেবল, ফের আশঙ্কার মেঘ লালবাজারে]
The post পাঁচ হাসপাতাল ঘুরেও ঠাঁই হল না, রাতভর অচেতন ব্যক্তিকে নিয়ে ছুটলেন পুলিশকর্মীরা appeared first on Sangbad Pratidin.