shono
Advertisement

গীতাপাঠের ‘অপরাধে’কিশোরীর বিরুদ্ধে ফতোয়া মুসলিম সংগঠনের

চাপের মুখে কিশোরীর বক্তব্য কিন্তু আপনার কুর্নিশ আদায় করে নেবে! The post গীতাপাঠের ‘অপরাধে’ কিশোরীর বিরুদ্ধে ফতোয়া মুসলিম সংগঠনের appeared first on Sangbad Pratidin.
Posted: 07:37 PM Jan 03, 2018Updated: 02:07 PM Jan 03, 2018

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: গীতাপাঠ করার ‘অপরাধে’ ১৫ বছরের এক কিশোরীর বিরুদ্ধে ফতোয়া জারি করল মুসলিম সংগঠন দেওবন্দ দারুল উলুম। সংগঠনটির মাথাদের অভিযোগ, মুসলিম হয়ে গীতাপাঠ করা ইসলাম-বিরোধী। যদিও সংগঠনটির তোপের মুখে পড়েও অবিচল ওই ছাত্রী। সে স্পষ্ট জানিয়েছে, প্রয়োজনে সে ফের গীতাপাঠ করবে। কোনও ‘অশুভ’ বাধা তাকে থামাতে পারবে না।

Advertisement

[উসকানিমূলক ভাষণের অভিযোগ, জিগনেশ-উমরের বিরুদ্ধে পুণেতে FIR দায়ের]

ঠিক কী ঘটেছিল গত শনিবার? সূত্রের খবর, বাল গঙ্গাধর তিলকের ১০১তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে উত্তরপ্রদেশে একটি সম্মেলনের আয়োজন করে মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের সরকার। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়ণবিসও। ওই অনুষ্ঠানেই সকলকে চমকে দিয়ে ১৫ বছরের আলিয়া খান গীতাপাঠ করে দ্বিতীয় পুরস্কার জিতে নেয়। আর এতেই প্রবল চটেছে মুসলিমদের সংগঠনটি। তাদের অভিযোগ, কেন একজন মুসলিম হয়ে আলিয়া অ-মুসলিম কোনও গ্রন্থপাঠ করবেন ও প্রশংসা পাবেন? এটা নাকি ইসলাম-বিরোধী।

দেওবন্দ দারুল উলুমের তরফে মহম্মদ শফিক খান উলেমা সংবাদ সংস্থা এএনআইকে বলেছেন, ‘কোনও মুসলিম আল্লাহ ছাড়া অন্য কোনও ঈশ্বরের জয়গান করলে সে আর মুসলিম থাকে না।’ এই প্রথম নয়। এর আগেও একইরকম কীর্তি করে শিরোনামে উঠে এসেছিল মুসলিমদের এই সংগঠন। দিওয়ালিতে শ্রীরামের আরতি করায় সংগঠনটির তোপের মুখে পড়েন বেশ কয়েকজন মুসলিম মহিলা। বারাণসীতে আরতি করার অপরাধে তাঁদের বিরুদ্ধেও ফতোয়া জারি করে সংগঠনটি। শুধু তাই নয়, মুসলিমদের সোশ্যাল মিডিয়াতেও কিছু পোস্ট করার বিরুদ্ধে ফতোয়া জারি করে এই দেওবন্দ দারুল উলুম।

[জাতি হিংসায় জ্বলছে মহারাষ্ট্র, মোদিকে ‘মৌনী বাবা’ বলে কটাক্ষ কংগ্রেসের]

The post গীতাপাঠের ‘অপরাধে’ কিশোরীর বিরুদ্ধে ফতোয়া মুসলিম সংগঠনের appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement