shono
Advertisement

Breaking News

‘বাংলাদেশি’ বলে কটাক্ষ! ওড়িশায় হেনস্তার শিকার বাংলার ব্যবসায়ীরা, পট্টনায়ককে চিঠি ডেরেকের

মুর্শিদাবাদের শ্রমিকদের মারধরের অভিযোগে ওড়িশার মুখ্যমন্ত্রীকে চিঠি ডেরেকের।
Posted: 09:22 PM Mar 21, 2024Updated: 09:39 PM Mar 21, 2024

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পড়শি রাজ্য ওড়িশার(Odisha) ভদ্রকে বাংলার বাসিন্দাদের হেনস্তার অভিযোগ। স্থানীয় বিজেপি (BJP) নেতা-কর্মীদের বিরুদ্ধে তাঁদের লক্ষ্য করে ‘বাংলাদেশি’ বলে কটাক্ষ এবং  মারধরের অভিযোগ তুলে ওড়িশা ছেড়েছেন মুর্শিদাবাদের(Murshidabad) শতাধিক বাসিন্দা। এই ঘটনায় তীব্র আপত্তি প্রকাশ করল রাজ্যের শাসকদল তৃণমূল। এনিয়ে হতাশা প্রকাশের পাশাপাশি প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আবেদন জানিয়ে ওড়িশার মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়ককে (Nabin Patanayak) চিঠি লিখলেন তৃণমূলের রাজ্যসভার সাংসদ ডেরেক ও’ব্রায়েন (Derek O’ Brien)।

Advertisement

জানা গিয়েছে, গত দুই দশক ধরে ওড়িশার ভদ্রককে ব্যবসা করেন মুর্শিদাবাদের সামশেরগঞ্জের শতাধিক বাসিন্দা। ব্যবসার স্বার্থে সেখানেই থাকতেন তাঁরা। তবে কিছু দিন আগে স্থানীয় বিজেপি নেতা-কর্মীরা তাঁদেরকে ভারতীয় নাগরিকত্বের প্রমাণ দেখাতেন বলেন। তাঁরা তা দেখাতে রাজি না হওয়ায় মারধর করা হয় বলে অভিযোগ। এছাড়াও বিজেপির কর্মী-নেতারা তাদের ‘বাংলাদেশের অনুচর’ হিসাবে দাগিয়ে দিয়েছেন বলে দাবি করেছেন আক্রান্তরা।

[আরও পড়ুন : আবগারি দুর্নীতি মামলায় ইডির হাতে গ্রেপ্তার অরবিন্দ কেজরিওয়াল]

ডেরেক তাঁর চিঠিতে ওড়িশার মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়ককে লেখেন, ” ওড়িশার ভদ্রকে বিজেপির স্থানীয় নেতারা মুর্শিদাবাদের শ্রমিকদের মারধর করেছেন বলে জানতে  পারছি।  তাঁরা ভারতীয় নাগরিক হওয়ার প্রমাণ দেখাতে রাজি না হওয়ায় তাঁদের মারধর করা হয়েছে। তার কিছুদিন আগে তাঁদের বাংলাদেশের অনুচর বলে অভিযুক্ত করা হয়। সেই সংক্রান্ত একটি ভিডিও সামাজিক মাধ্যমে ঘুরছে।  আমি আপনাকে এই ঘটনার বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নিতে অনুরোধ করছি।”

[আরও পড়ুন : অরবিন্দ কেজরিওয়ালের বাড়িতে ইডির হানা, শুরু তল্লাশি’]

ভদ্রক ছাড়ার আগে আক্রান্তরা পুলিশের কাছে অভিযোগ দায়ের করেন। তাঁদের অভিযোগের ভিত্তিতে এক বিজেপি নেতাকে গ্রেফতার করেছে ওড়িশা পুলিশ। 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement