shono
Advertisement

‘ট্রেলার তৈরি হয়নি কেন?’অফিসে ঢুকে ‘কিশমিশ’ছবির পরিচালককে একহাত নিলেন দেব!

দেবের রাগ দেখে হতবাক ছবির টিম।
Posted: 06:58 PM Mar 17, 2022Updated: 07:02 PM Mar 17, 2022

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সদ্য মালদ্বীপ থেকে ছুটি কাটিয়ে কলকাতায় ফিরেছেন দেব (Dev)। সঙ্গে ছিলেন বান্ধবী রুক্মিণী ও তাঁর মা। কিন্তু শহরে ফিরে কি শান্তি আছে? চটজলদি পৌঁছে গেলেন নিজের প্রযোজক সংস্থার অফিসে। সেখানে পৌঁছতেই যা দেখলেন দেব, তাতে নায়কের চক্ষু চড়কগাছ! অফিসের কর্মীরা কেউ ঝিমোচ্ছেন, কেউ চুপ করে বসে আছেন, কেউ কেউ আবার অফিসেই নেই। এসব কাণ্ড দেখে একেবারেই হতবাক দেব। ব্যস, সঙ্গে সঙ্গে ঝাঁপিয়ে পড়লেন পরিচালকের দিকে! পরিচালক রাহুল মুখোপাধ্যায়ের উপর দেবের অভিযোগ, এখনও সিনেমার ট্রেলার তৈরি হয়নি হয়নি কেন! দেবের বকা শুনে একেবারে থতমত গোটা টিম। দেব এরকমই এক ভিডিও শেয়ার করেছেন সোশ্যাল মিডিয়ায়। যা নিয়ে নেটিজেনদের মধ্যে শোরগোল শুরু। সবাই বোঝার চেষ্টা করছে, দেবের হঠাৎ হল কী!

Advertisement

ভাবছেন এসব আবার কী কাণ্ড? ব্যাপারটা একটু খোলসা করে বলা যাক। ২১ তারিখে মুক্তি পাবে দেব ও রুক্মিণীর নতুন ছবি ‘কিশমিশ’ ছবির ট্রেলার। আর সেই ট্রেলারের প্রচারের জন্যই এমন এক মজার ভিডিও শেয়ার করেছেন দেব ও তাঁর টিম।

[আরও পড়ুন: টেবিলের তলায় লুকিয়ে ছিলেন মীর, কীসের এত ভয়? দেখুন ভিডিও ]

এরকমটা আগেও করেছেন দেব। এর আগেও নিজের প্রচারে জনপ্রিয় ইউটিউবারের সঙ্গে মিথ্যে অ্যাকশনে মেতে ছিলেন তিনি। সেই ভিডিও তুমুল ভাইরাল হয়েছিল সোশ্যাল মিডিয়ায়।

‘চ্যাম্প’ ছবিতে প্রথমবার জুটি বেঁধেছিলেন দেব ও রুক্মিণী। তারপর ‘ককপিট’, ‘কবীর’, ‘কিডন্যাপ’, ‘পাসওয়ার্ড’ ছবিতেও দেখা গিয়েছিল দুই তারকাকে। এবার রাহুল মুখোপাধ্যায়ের পরিচালনায় একসঙ্গে কাজ করেছেন দেব-রুক্মিণী। ক্যামেরার দায়িত্ব সামলেছেন মধুরা পালিত। আর সংগীত পরিচালক নীলায়ণ চট্টোপাধ্যায়।

[আরও পড়ুন: এবার দক্ষিণে সলমন ম্যাজিক, তেলুগু ছবিতে সুপারস্টার চিরঞ্জীবীর সঙ্গে জুটিতে দাবাং খান]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement
toolbarHome ই পেপার toolbarup ছাঁদনাতলা toolbarvideo শোনো toolbarshorts রোববার