সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বিনোদুনিয়ার পাশাপাশি তিনি রাজনৈতিক ময়দানেরও মানুষ। রাজ্যের শাসক দলের তারকা সাংসদ। এবার তাঁর ছবির রগরগে ট্রেলার দেখেই রাজনৈতিক স্লোগানকে টেনে আনলেন ভক্তরা। বলছেন- ‘খেলা হবে’। যা কিনা একুশেরা বিধানসভা নির্বাচনের জনপ্রিয় স্লোগান।
বৃহস্পতিবারই মুক্তি পেয়েছে ‘ব্যোমকেশ ও দুর্গরহস্য’র ট্রেলার। যেখানে সত্যান্বেষীর পাশাপাশি ভিন্ন অবতারে দেখা গিয়েছে দেবকে। পরনে একরঙা কাপড়ের থান। গলায় তিন থাক রুদ্রাক্ষের মালা। হাতে ত্রিশূল নিয়ে আন্য মেজাজে ধরা দিয়েছেন টলিউড সুপারস্টার। আর সেটা দেখেই আপাতত উত্তেজনায় ফুটছেন অনুরাগীরা। কারও কারও দাবি, খুনের রহস্য ফাঁস করতে গিয়ে দেব এখানে শিবের বেশেও ধরা দেবেন। অতঃপর প্রেক্ষাগৃহে আসার অপেক্ষায় তাঁদের চাতক পাখির হাল!
প্রসঙ্গত, ব্যোমকেশের চরিত্রে দেবের অভিনয় করা নিয়ে বহু কৌতূক, বিদ্রুপ হলেও সিনেমার পয়লা ঝলকেই অভিনেতা বুঝিয়ে দিয়েছেন যে সত্যান্বেষীর ভূমিকায় অভিনয় করতে গিয়ে নিজেকে কতটা ভেঙেছেন তিনি। গোয়েন্দা চরিত্রে তাঁকে দেখে ইতিমধ্যেই অনুরাগীদের কৌতূহল তুঙ্গে। দিন কয়েক আগেই পয়লা ঝলক প্রকাশ্যে এনে শোরগোল ফেলে দিয়েছেন দেব। যেখানে অভিনেতার মুখে শোনা গিয়েছে রগরগে সংলাপ- ‘আমি নেতাও নই, অভিনেতাও নই…।’ এবার রহস্য, রোমাঞ্চে ভরপুর ট্রেলার দেখে দেব-অনুরাগীদের মন্তব্য, ‘খেলা হবে’।
[আরও পড়ুন: ‘ধর্মের দেশে ৩৩ কোটি দেবতার পুজো হয়, ৭টা ব্যোমকেশে কী অসুবিধে?’, প্রশ্ন অনির্বাণের]
উল্লেখ্য, দেবের ব্যোমকেশ করার ঘোষণা শুনে যাঁরা ভ্রু কুঁচকেছিলেন, তাঁরাই এবার টলিউড সুপারস্টারের ‘পিঠ চাপড়ে’ বাহবা দিচ্ছেন! এমনকী, ট্রেলার লঞ্চের অনুষ্ঠানে দেবের আমন্ত্রণে শুটিং ছেড়ে হাজির হয়েছিলেন আরেক ‘ব্যোমকেশ ও দুর্গরহস্য’ টিম। সৃজিত মুখোপাধ্যায়, অনির্বাণ ভট্টাচার্যের কথায় ঝরে পড়েছে দেবের প্রশংসা। এবার তারকার হয়ে অনুরাগীদের হুঁশিয়ারি- ‘খেলা হবে’।