shono
Advertisement

প্রকাশ্যে ‘গোলন্দাজ’-এর একঝাঁক লুক, ইশা-শ্রীকান্ত-পদ্মনাভকে কেমন লাগছে ছবিতে?  

সংবাদ প্রতিদিন ডিজিটাল-এ ‘গোলন্দাজ’-এরই এক্সক্লুসিভ লুক। দেখে নিন। The post প্রকাশ্যে ‘গোলন্দাজ’-এর একঝাঁক লুক, ইশা-শ্রীকান্ত-পদ্মনাভকে কেমন লাগছে ছবিতে?   appeared first on Sangbad Pratidin.
Posted: 04:42 PM Feb 11, 2020Updated: 04:42 PM Feb 11, 2020

সন্দীপ্তা ভঞ্জ: এই মুহূর্তে পুরোদমে চলছে পরিচালক ধ্রুব বন্দ্যোপাধ্যায়ের ‘গোলন্দাজ’-এর শুটিং। দেবের ‘গোলন্দাজ’ বাহিনিতে যে অনির্বাণ ভট্টাচার্য, ইশা সাহা, ইন্দ্রাশীস রায় এবং গায়ক শ্রীকান্ত আচার্য যোগ দিয়েছেন, সেখবর ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে। দেবের ছবিতে শ্রীকান্ত! অনেকেই ভ্রু তুলেছিলেন।  উপরন্তু, সেই একই ছবিতে অনির্বাণ ভট্টাচার্য। কৌতুহলের পারদ তো চড়বেই! প্রথমত, দেব-অনির্বাণ-শ্রীকান্ত। দ্বিতীয়ত, টলিউডের ফ্রেশ জুটি দেব-ইশা। কাকে কোন চরিত্রে কেমন লাগছে দেখতে? কৌতুহল তুঙ্গে। দেব-ধ্রুব’ সেই ‘গোলন্দাজ’ বাহিনিরই একঝাঁক লুক রইল সংবাদ প্রতিদিন ডিজিটাল-এ।

Advertisement

নগেন্দ্র প্রসাদ সর্বাধিকারি অর্থাৎ যিনি কি না ‘ভারতীয় ফুটবলের জনক’ বলে পরিচিত, তার জীবনকাহিনি ফ্রেমে তুলে আনতে ধ্রব বন্দ্যোপাধ্যায় কিন্তু চরিত্রের সঙ্গে মানিয়ে বেশ ভালই কাস্টিং করেছেন। প্রত্যেকটা চরিত্রের লুকই তার প্রমাণ। নগেন্দ্র প্রসাদ সর্বাধিকারির বাবা সূর্যকুমার সর্বাধিকারির চরিত্রে অভিনয় করবেন গায়ক শ্রীকান্ত আচার্য। অর্থাৎ ছবিতে তিনি দেবের বাবার ভূমিকায়। লম্বা ধূসর দাড়ি, চোখে সোনালি ফ্রেমের চশমা গায়ে শাল, হেয়ারস্টাইলেও পরিয়ডিক ছাপ। এককথায়, শ্রীকান্ত যেন পুরোদস্তুর সূর্যকুমার সর্বাধিকারি হয়ে উঠেছেন।

নগেন্দ্র প্রসাদ সর্বাধিকারির স্ত্রী কমলিনীর চরিত্রে দেখা যাবে অভিনেত্রী ইশা সাহাকে। যিনি কিনা শোভাবাজার রাজবাড়ির মেয়ে। ব্যক্তিগতজীবনে কমলিনীই ছিলেন নগেন্দ্র প্রসাদের অন্যতম অনুপ্রেরক। অর্থাৎ টলিউডে আবারও একটা ফ্রেশ জুটি, দেব-ইশা। কপালে সিঁদুরে টিপ, রাঙানো সিঁথি, ভারি গয়না, লাল শাড়িতে কমলিনির চরিত্রে ইশা যেন একেবারে ‘লাজবন্তী’ বধূ। 

[আরও পড়ুন: পৌরহিত্যেও লিঙ্গভেদ কেন? সমাজের যাবতীয় ট্যাবুকে প্রশ্ন ছুঁড়ল ‘ব্রহ্মা জানেন গোপন কম্মটি’র ট্রেলার]

শোভাবাজার রাজবাড়ির রাজা আনন্দকৃষ্ণের ভূমিকায় পদ্মনাভ দাশগুপ্ত। মোটা গোঁফ, গায়ে শাল-পাঞ্জাবিতে পদ্মনাভর লুকে পুরোদস্তুর জমিদারিয়ানা। 

অন্যদিকে, ইন্দ্রাশীসকে দেখা যাবে আরও এক দেশপ্রেমিক ফুটবল খেলোয়াড়ের ভূমিকায়। যার চরিত্রের নাম জিতেন্দ্র। তাঁর ঝলকও মিলল। কাপড় জড়ানো খালি পায়ে ফুটবল প্র্যাকটিসে মগ্ন ইন্দ্রাশীস।  

স্বাধীনতা সংগ্রামী ভার্গবের চরিত্রে অভিনয় করছেন অনির্বাণ। তাঁর হাত ধরেই দেশের ফুটবলের ইতিহাস এবং তৎকালীন রাজনৈতিক প্রেক্ষাপটের মেলবন্ধন দেখানো হবে পর্দায়। যার কারিগর ‘গোলন্দাজ’ পরিচালক ধ্রবজ্যোতি। যদিও এই পিরিয়ডিক ছবিতে অনির্বাণকে কেমন লাগছে দেখতে, তা এখনও প্রকাশ্যে আসেনি। প্রসঙ্গত, অনির্বাণ নিজেও ফুটবলের বড় ভক্ত।

‘গোলন্দাজ’-এর কাহিনিকার বিশিষ্ট ক্রীড়া সাংবাদিক দুলাল দে। অন্যদিকে দেবের শৈশবের বন্ধু বিনোদের ভূমিকায় দেখা যাবে জন ভট্টাচার্যকে। নেতিবাচক চরিত্র নবকুমারের চরিত্রে যাকে দেখা যাবে তাঁর নামও অনির্বাণ ভট্টাচার্য, যিনি এর আগে দেবালয় ভট্টাচার্যের ‘বিদায় ব্যোমকেশ’-এ অভিনয় করেছেন।

[আরও পড়ুন: স্ত্রী’দের ‘থাপ্পড়’ মারার দিন ফুরিয়েছে, গার্হস্থ্য হিংসা নিয়ে সরব স্মৃতি ইরানি ]

The post প্রকাশ্যে ‘গোলন্দাজ’-এর একঝাঁক লুক, ইশা-শ্রীকান্ত-পদ্মনাভকে কেমন লাগছে ছবিতে?   appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement