সোমনাথ রায়, নয়াদিল্লি: গরু পাচার মামলায় দেবকে ম্যারাথন জিজ্ঞাসাবাদ। প্রায় সাড়ে আট ঘণ্টা জিজ্ঞাসাবাদের পর সন্ধ্যা সাড়ে সাতটা নাগাদ ইডি দপ্তর থেকে বেরলেন তারকা সাংসদ। বুধবার বেলা ১১টার কিছু আগে দিল্লির ইডি দপ্তরে পৌঁছন তিনি।
ইডি দপ্তর থেকে বেরিয়ে দেব বলেন, “কোন মামলার তদন্তে ডেকেছে, কী কী প্রশ্ন করেছে, সেগুলো বলা ঠিক নয়। তাই কিছু বলব না। আগেও বলেছি আমি আইন মেনে চলতে পছন্দ করি। যদি আবার কখনও ডাকে, আমি খুব চাপের মধ্যে না থাকি, অবশ্যই আসব।” এর পরই সোজা বিমানবন্দরের উদ্দেশে রওনা দেন ঘাটালের তারকা তৃণমূল সাংসদ।
[আরও পড়ুন: জন্মেই রেকর্ড বিরাটপুত্রের! ‘বাবার নজির ভাঙবে অকায়’, আশা পাকিস্তানি ক্রিকেটপ্রেমীদের]
দেবের বিরুদ্ধে অভিযোগ, গরু পাচার মামলায় ধৃত এনামুল হকের টাকা সিনেমা তৈরির কাজে ব্যবহার করেছেন তারকা সাংসদ। সেই অভিযোগ খতিয়ে দেখতেই বার বার দেবকে জেরা বলেই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সূত্রে খবর। গত ১৫ ফেব্রুয়ারি দেবকে তলব করে ইডি। সেই তলবে সাড়া দিয়েই বুধবার বেলা ১১টার কিছু আগে দিল্লির ইডি দপ্তরে পৌঁছন তিনি। ইডি দপ্তরে হাজিরা দিতে যাওয়ার সময় তিনি তদন্তে সহযোগিতা করবেন বলেই জানান। গরু পাচার মামলায় কোনওভাবেই যুক্ত নন বলেও দাবি দেবের। প্রসঙ্গত, এর আগে ২০২২ সালে কলকাতায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকদের জিজ্ঞাসাবাদ মুখে পড়েন দেব। সেবার প্রায় পাঁচ ঘণ্টা তাঁকে জিজ্ঞাসাবাদ করেছিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা।