shono
Advertisement
Khadaan Teaser

'ফ্যামিলি নিয়ে আছি বলে অ্যাকশন ভুলেছি ভাবছিস?' 'খাদান' টিজারে হুঙ্কার দেবের

পুজোয় নয়, ভরা শীতে ২০ ডিসেম্বর মুক্তি পাবে 'খাদান'।
Published By: Akash MisraPosted: 11:14 AM Aug 29, 2024Updated: 01:15 PM Aug 29, 2024

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক:  কথায় আছে সবুরে মেওয়া ফলে। দেবের 'খাদান' ছবির ক্ষেত্রে যেন এমনটাই ঘটল। এতদিন ধরে অল্প অল্প ঝলকেই দেব বুঝিয়ে দিয়েছিলেন, টলিউডের গেম চেঞ্জার ছবি হতে চলেছে 'খাদান'। পোস্টারে দেখিয়ে দিয়েছিলেন একেবারে নতুন গল্প বাংলা ছবির পর্দায় বলতে চলেছেন তিনি। যে গল্পে থাকবে অ্যাকশন, রহস্য, রোমাঞ্চ, প্রতিবাদ ও প্রতিঘাত। 'খাদান' টিজারে (Khadaan Teaser) তেমনই ইঙ্গিত দিলেন টলিউডের সুপারস্টার। ফের 'অ্যাকশন হিরো' অবতারে কামাল দেখাতে চলেছেন তিনি। সমকালীন বাণিজ্যিক বাংলা ছবির অন্যতম সুপারস্টার হুঙ্কার দিলেন--'ফ্যামিলি নিয়ে আছি বলে অ্যাকশন ভুলেছি ভাবছিস?' ছবির পরিচালক সুজিত রিনো দত্ত।

Advertisement

আগেই খবর ছিল, কয়লাখনি অঞ্চলের সামাজিক-রাজনৈতিক প্রেক্ষাপটে ‘খাদান’ তৈরি করেছেন দেব। এদিন প্রকাশ্যে আসা টিজারে দেখে কারও কারও মনে পড়ল 'গ্যাংস অফ ওয়াসেপুর'-এর কথা। কেউ আবার বলছেন দক্ষিণের কেজিএফের মতো ছবির কথা। বাইকে চেপে নায়ক এবং তাঁর সঙ্গীর (যিশু সেনগুপ্ত) চলন্ত মালগাড়ির ওয়াগন ভাঙার দৃশ্যটি গায়ে কাঁটা দেওয়া। দেবের মুখে দেখা গেল জ্বলন্ত বিড়ি। ঠিক যেন রজনীকান্ত! এবং একগাল দাড়ি, টল-ডার্ক-হ্যান্ডসাম লুকে কেরিয়ারের শুরু দিকের হিরোকে ফিরে পাবেন ভক্তেরা। গোপনে গোপনে ভক্তদের যে সারপ্রাইজ দিতে নিজেকে তৈরি করছিলেন তার প্রমাণ রয়েছে এই টিজারে।

বছর খানেক ধরেই বিভিন্নরকম ছকভাঙা চরিত্র নিয়ে এক্সপেরিমেন্ট শুরু করেছেন। কখনও কটাক্ষ, সমালোচনা সঙ্গী হয়েছে তো কখনও বা আবার প্রশংসা জুটেছে সিনে সমালোচক থেকে দর্শক-অনুরাগীদের তরফে।  বাংলা সিনেমার ইতিহাসে ১০ কোটির ওপর কামাতে পেরেছে মাত্র যে ৩টি সিনেমা। তালিকার প্রথম দুটিই দেবের ছবি- ২০১৭ সালের ‘আমাজন অভিযান’ এবং ২০১৩ সালের ‘চাঁদের পাহাড়’। দেবের এই ছবিও হাঁটতে পারে এমন রেকর্ড ব্যবসার পথে তার ইঙ্গিত রয়েছে ঝলকে। শুধু তাই নয়, এই ছবি যে দক্ষিণী ছবি 'কেজিএফ', 'পুষ্পা', 'বাহুবলী'কে চ্যালেঞ্জ ছুঁড়ে দেবে, তা কিন্তু বলাই বাহুল্য। দেবের 'খাদান' মুক্তি পাবে ২০ ডিসেম্বরে। আপাতত ঝলকেই মন জিতে নিলেন সুপারস্টার দেব।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • দেবের 'খাদান' মুক্তি পাবে ডিসেম্বরে
  • কয়লাখনি অঞ্চলের সামাজিক-রাজনৈতিক প্রেক্ষাপটে নতুন ‘খাদান’ তৈরি করতে চলেছেন দেব।
Advertisement