shono
Advertisement
Dev-Prosenjit

'অযোগ্য' টিমকে সারপ্রাইজ ভিজিট দেব-রুক্মিণীর, প্রসেনজিৎ-ঋতুপর্ণার সঙ্গে কী কথা হল?

দক্ষিণ কলকাতার এক নামী শপিং মলে ঘটে এই ঘটনা।
Published By: Suparna MajumderPosted: 10:16 AM Jun 09, 2024Updated: 04:36 PM Jun 09, 2024

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বক্স অফিসের লড়াই আলাদা। কিন্তু আসলে তো সবাই একই ইন্ডাস্ট্রির শিল্পী। তাই তো দেখা হলেই মন ভরে যায় খুশিতে। এই দেখা যদি আবার হয় আচমকা, তাহলে তো খুশির ঠিকানা থাকে না। ঠিক যেমনটা হল প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, ঋতুপর্ণা সেনগুপ্ত আর 'অযোগ্য' সিনেমার টিমের সঙ্গে। তাঁদের সকলকে সারপ্রাইজ ভিজিট দিলেন দেব ও রুক্মিণী।

Advertisement

দক্ষিণ কলকাতার এক নামী শপিং মলে ঘটে এই ঘটনা। সেখানেই 'অযোগ্য'র স্পেশাল স্ক্রিনিং হচ্ছিল। প্রসেনজিৎ-ঋতুপর্ণা জুটির পাশাপাশি হাজির ছিলেন প্রযোজক কৌশিক গঙ্গোপাধ্যায় ও তাঁর ছেলে উজান। আচমকা সেখানে আসেন দেব-রুক্মিণী। দেবকে দেখা মাত্রই উঠে এসে আলিঙ্গন করেন প্রসেনজিৎ। রুক্মিণীকে দেখে কাছে ডেকে নেন ঋতুপর্ণা। যেন তারকাদের রিউনিয়ন।

[আরও পড়ুন: ৯ থেকে ১৫ জুন পর্যন্ত Horoscope: গৃহে সুখ-শান্তি থাকবে? না বিপদ বাড়বে? জেনে নিন সাপ্তাহিক রাশিফল]

'মাস্টার মশাই' বলেই কৌশিক গঙ্গোপাধ্যায়কে জড়িয়ে ধরেন রুক্মিণী। তার পর প্রসেনজিৎকে অভিবাদন জানিয়ে উজানের সঙ্গে করেন হ্যান্ডশেক। 'অযোগ্য'র শোয়ের কথা জানতে চান দেব। প্রসেনজিৎ জানান, তা প্রায় শেষ হয়ে এসেছে। আসলে দেব-রুক্মিণী শপিং মলে এসেছিলেন 'বুমেরাং' ছবি দেখতে। তার ফাঁকেই 'অযোগ্য' টিমের সঙ্গে সাক্ষাৎ সেরে ফেললেন।

গত শুক্রবারই সিনেমা হলে মুক্তি পেয়েছে 'অযোগ্য' ও 'বুমেরাং'। দুই ছবি দুই ধরনের। 'অযোগ্য' ঋতুপর্ণা ও প্রসেনজিৎ জুটির পঞ্চাশতম ছবি, তাও আবার কৌশিক গঙ্গোপাধ্যায়ের পরিচালনায়। ছবিতে শিলাজিৎও রয়েছে। তিনজনকে সম্পর্কের সূতোয় বেঁধেছেন পরিচালক।

অন্যদিকে, 'বুমেরাং' এক অ্যান্ড্রো-হিউমানোইড রোবটের বিচিত্র কর্মকাণ্ড। যা দেখে হেসে উঠবেন দর্শকরা। সৌভিক কুণ্ডুর পরিচালনায় তৈরি এই সিনেমায় জিতের সঙ্গে জুটি বেঁধে অভিনয় করেছেন রুক্মিণী মৈত্র।

[আরও পড়ুন: ‘কেউ কাজ করেনি…’, সুরাহার আশায় সায়নীর দ্বারস্থ ভাস্বর, কী উত্তর পেলেন?]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • দেবকে দেখা মাত্রই উঠে এসে আলিঙ্গন করেন প্রসেনজিৎ।
  • রুক্মিণীকে দেখে কাছে ডেকে নেন ঋতুপর্ণা।
Advertisement