shono
Advertisement

পাহাড়ে ‘প্রধান’-এর শুটিং, বিকট শব্দে পড়ল বাজ, চমকে দেওয়া ভিডিও শেয়ার করলেন দেব

প্রকৃতির এই ভয়ংকর সুন্দর রূপ দেখেছেন?
Posted: 09:06 PM Sep 02, 2023Updated: 09:06 PM Sep 02, 2023

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: একে পাহাড়ের সন্ধ্যা, তায় আবার বিকট শব্দে বিদ্যুতের ঝলকানি। এমনই চমকে দেওয়ার মতো ভিডিও শেয়ার করলেন দেব (Dev Actor)। গত কয়েকদিন ধরে উত্তরবঙ্গে ‘প্রধান’ ছবির শুটিং করছেন সুপারস্টার। প্রকৃতির এই ভয়ংকর সুন্দর রূপ দেখে মুগ্ধ তিনি। তাই তো সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন ভিডিও।

Advertisement

এর আগেই শোনা গিয়েছিল যে, ‘প্রধান’-এর সিংহভাগ শুটিং হবে উত্তরবঙ্গে। গল্পের প্রয়োজনেই পাহাড়ি জায়গা বেছে নিয়েছেন পরিচালক অভিজিৎ সেন। সেই মতো প্রায় গোটা টিম পৌঁছে যায়। প্রযোজক অতনু রায়চৌধুরীও পৌঁছে যান। জানান, প্রায় ১৯ দিন ধরে উত্তরবঙ্গের নানা জায়গায় ‘প্রধান’-এর শুটিং হবে। শোনা যাচ্ছে, শিডিউলের শেষ দিনে যোগ দিতে পারেন সাবিত্রী চট্টোপাধ্যায়।

[আরও পড়ুন: শত্রুরা পাবে না নিস্তার, ‘জঙ্গলে মিতিন মাসি’ দুরন্ত অ্যাকশনে রুখবে চোরা কারবার]

কিন্তু ‘প্রধান’ ছবির শুটিংয়ের প্রথম দিনেই অসুস্থ হয়ে পড়েন অভিনেতা দেব। অভিনেতা নিজেই ইনস্টাগ্রামে সে খবর জানিয়ে লেখেন, ‘শুটিংয়ের প্রথম দিন। আর আমি জ্বরে আক্রান্ত।’ তার মধ্যেই এই ভিডিও পোস্ট করেছেন দেব। ক্যাপশনে লিখেছেন, “আমাদের শুটিংয়ের মাঝে…”। মনে করা হচ্ছে, এখন কিছুটা ভাল আছেন তারকা। তাই এই ভিডিও পোস্ট করে শুটিংয়ের বার্তা দিয়েছেন।

ইতিমধ্যেই, ‘প্রধান’-এর ফার্স্টলুক প্রকাশ্যে এসেছে। তাতে পুলিশের পোশাকে চমক দিয়েছেন দেব। এই ছবিতে তাঁর চরিত্রের নামও প্রকাশ্যে এসেছে- ‘দীপক প্রধান’। দেব যে এখানে পেশিবহুল দাপুটে পুলিশ অফিসারের ভূমিকায় অভিনয় করছেন, তা বেশ বোঝা গিয়েছে। ছবিতে দেবের পাশাপাশি রয়েছেন সোহম চক্রবর্তী, পরাণ বন্দ্যোপাধ্যায়, সৌমিতৃষা কুণ্ডু।

[আরও পড়ুন: ‘পরের জন্মে শালিক হব’, ফেসবুকে লেখার চারদিন বাদে ডেঙ্গি আক্রান্ত হয়ে মৃত্যু তরুণ অভিনেত্রীর]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement