shono
Advertisement

অধিকারি নয়, দীপক প্রধান, পদবি বদলে নতুন চমক দেবের! ব্যাপারটা কী?

সপ্তাহান্তে অনুরাগীদের সারপ্রাইজ দিলেন দেব।
Posted: 09:22 AM Aug 25, 2023Updated: 10:04 AM Aug 25, 2023

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: শুক্রবার সকাল সকালই নতুন চমক দিলেন দেব। পুলিশের পোশাকে সোশ্যাল মিডিয়ায় ছবি পোস্ট টলিউডের সুপারস্টারের। তবে মুখ লুকিয়ে রাখলেন। দেখালেন পেশিবহুল হাত। আর পোশাকে লেখা অফিসার দীপক প্রধান!

Advertisement

হ্যাঁ, ঠিক এই ভাবেই দেব তাঁর নতুন ছবি প্রধানের প্রথম ঝলক সামনে আনলেন। সঙ্গে লিখলেন, ”যদি সব ঠিক থাকে, তাহলে এবারের বড়দিনে দেখা হবে।” সঙ্গে দেব জানিয়ে দিলেন শুক্রবার থেকেই শুরু হবে ‘প্রধান’ ছবির শুটিং। 

[আরও পড়ুন: জাতীয় পুরস্কারে সেরা অভিনেত্রী আলিয়া-কৃতী স্যানন, তালিকায় ‘পুষ্পা’রাজ আল্লু অর্জুনের]

ইতিমধ্য়েই দুর্গ রহস্য় ছবিতে ব্যোমকেশ অবতারে দর্শকদের মন জয় করেছেন দেব। তারপরই বাঘাযতীন ছবির ঝলকে নতুন চমক দিয়েছেন। আর এবার দেব যে প্রধান ছবিতে একেবারে নতুন অবতারে ধরা দেবেন, তাঁর ইঙ্গিত রয়েছে এই ঝলকেই। ছবির পরিচালক অভিজিৎ সেন।

নাম, ঝলক প্রকাশ করলেও, নতুন এই ছবি নিয়ে মুখে কুলুপ এঁটেছেন পরিচালক। তবে টলি গুঞ্জন বলছে, দেবের এই ছবির প্রেক্ষাপত হতে পারে রাজনীতি! এই গুঞ্জন কতটা সত্যি তা অবশ্য বলবে সময়।

প্রযোজক হিসেবে দেবের ‘নটী বিনোদিনী’ ছবির সদ্য শুটিং শেষ করেছেন রুক্মিণী মৈত্র। তারই মাঝে নতুন এই চমক দিলেন দেব। ছবিটি মুক্তি পাবে চলতি বছরের ক্রিসমাসে।

[আরও পড়ুন: করোনা আবহ ও বাঙালি পরিবারের সংকট নিয়ে ছবি, জাতীয় পুরস্কারে বাংলার সেরা ‘কালকক্ষ’]

 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement