shono
Advertisement

Breaking News

অবশেষে সুখবর এল দেবের পরিবারে

চ্যাম্পিয়নের ঘরেই কি না নতুন চ্যাম্পিয়নের আগমন! The post অবশেষে সুখবর এল দেবের পরিবারে appeared first on Sangbad Pratidin.
Posted: 03:10 AM Dec 05, 2016Updated: 09:53 PM Dec 04, 2016

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: তিনি নিজেই টলিপাড়ার চ্যাম্প৷ চাঁদের পাহাড় অভিযান হোক কিংবা জুলফিকরের দোস্ত হওয়া, লে ছক্কা হাঁকানো তাঁর সহজাত৷ সেই চ্যাম্পিয়নের ঘরেই কি না নতুন চ্যাম্পিয়নের আগমন! আর তাকে নিয়ে উচ্ছ্বসিত নায়ক নিজেই৷

Advertisement

ইন্ডাস্ট্রিতে নায়কের আসন ধরে রাখা অবশ্য চাট্টিখানি কথা নয়৷ টলিপাড়ার পথও তো কম চড়াই-উতরাই নয়৷ প্রতি মুহূর্তে আছে টক্কর৷ তবু সে সব সত্ত্বেও তিনি অপ্রতিরোধ্য৷ ‘দেব আই লাভ ইউ’- তাঁকে নিয়ে তৈরি ছবিই প্রমাণ করে দেয় জনপ্রিয়তার কোন শীর্ষে তাঁর অবস্থান৷ অভিনেতা হিসেবে সব সমালোচনাও পাশ কাটিয়েছেন৷ জুলফিকরে প্রমাণ করে দিয়েছেন সুযোগ পেলে তিনিও কম যান না৷ যত দিন গড়াচ্ছে দেব যেন বুঝিয়ে দিচ্ছেন টলিপাড়ায় অভিনেতা থেকে নায়ক অনেকে আছেন, থাকবেনও, তবে চ্যাম্প সকলে নয়৷ সেই দেবের পরিবারেই কিনা আর এক চ্যাম্পিয়নের আগমন!

হ্যাঁ, সম্প্রতি সে চ্যাম্পিয়নের কথা নিজেই জানালেন দেব৷ সেটি হল তার আদরের পোষ্য৷ এর কথা বেশ কিছুদিন আগেই তিনি জানিয়েছিলেন৷ তবে এবার তার সম্পর্কে এল নয়া খবর৷ জীবনের প্রথম ডগ শোয়ে অংশ নিয়েই চ্যাম্পিয়ন হয়েছে দেবের পোষ্য৷ আর পোষ্যের এই সাফল্যেও নিজের ছবির প্রমোশনের সুযোগ ছাড়লেন না৷ বললেন, “এই পরিবারে আরও এক চ্যাম্পের দেখা মিলল৷”

The post অবশেষে সুখবর এল দেবের পরিবারে appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement