সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ব্যক্তিগত কারণের জন্য মঙ্গলবার শপথগ্রহণ করতে পারেননি ঠিকই, তবে বুধবার স্পিকার নির্বাচনের দিনই ১৮তম লোকসভার সাংসদ হিসেবে শপথ নিলেন দেব (Dev)। শপথবাক্য পাঠের পর ধন্যবাদ জানালেন তাঁর প্রিয় ঘাটালবাসীকে।
পরনে অলিভ গ্রিন রঙের ফর্মাল শার্ট। কালো প্যান্ট। কাঁধে ঝোলা সাইড ব্যাগ। চোখে রোদচশমা। হিরোসুলভ মেজাজেই সবুজ কার্পেটে হেঁটে পার্লামেন্টের ভিতরে প্রবেশ করতে দেখা যায় টলিউড সুপারস্টার দেবকে। সাধু বাংলাতেই লোকসভায় শপথবাক্য পাঠ করলেন তিনি। টানা তিনবার তাঁকে জেতানোর জন্য সংসদে দাঁড়িয়ে ঘাটালবাসীকে ধন্যবাদও জানালেন দেব। সোশাল মিডিয়াতেও শপথবাক্য পাঠের ভিডিও পোস্ট করেছেন তৃণমূলের 'সুপারস্টার' সাংসদ। সেখানেই তাঁকে বলতে শোনা যায়, "ঘাটালবাসীকে ধন্যবাদ আমাকে টানা ৩ বার জেতানোর জন্য। জয় হিন্দ, জয় বাংলা।"
লোকসভায় দেবের প্রত্যাবর্তনে ততোধিক উচ্ছ্বসিত তাঁর অনুরাগীরা। লোকসভা ভোটের আগে সংসদ থেকে যখন ছবি শেয়ার করে লিখেছিলেন, 'আর কিছুক্ষণের অপেক্ষা...', তখন তাঁর রাজনীতি থেকে বাণপ্রস্থে যাওয়ার সিদ্ধান্তকে মেনে নিতে পারেননি অনুরাগীদের একাংশ। তবে চব্বিশের নির্বাচন ঘুরিয়ে দিল মোড়! তাঁকে ফেরাতে ময়দানে নেমেছিলেন খোদ দলের সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়। দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও তাঁর হাত ছাড়েননি। বরং বলেছিলেন, যে ঘাটাল মাস্টার প্ল্যান দেবের স্বপ্ন, তা বাস্তবায়িত করতে পদক্ষেপ করবে রাজ্যই। অতএব সব জল্পনার সমাপ্তি ঘটিয়ে বাংলা দেখল রাজনীতিতে ‘খোকাবাবু’র প্রত্যাবর্তন। সেই শুরু। এলেন, দলের দেওয়া দায়িত্ব রক্ষা করতে মাথার ঘাম পায়ে ফেলে জিতলেনও। আর বুধবার সাংসদ হিসেবে তৃতীয়বার শপথ নিলেন দীপক অধিকারী তথা ভক্তদের প্রিয় 'দেবদা'।
[আরও পড়ুন: পাত্র মুসলিম, ‘প্রেমই পরম ধর্ম’, লাভ জিহাদ বিতর্কে নিন্দুকদের ‘খামোশ’ করালেন সোনাক্ষী সিনহা]
বঙ্গে রাজনৈতিক সৌজন্যের যে বাতাবরণ ক্রমশ হারিয়ে যেতে বসেছিল, তা চব্বিশের নির্বাচনী মাঠে পুরোদমে ফিরিয়ে এনেছিলেন দেব। রাজনৈতিক বিরোধিতা থাকবেই। কিন্তু তা কি ব্যক্তিসম্পর্কে বিষিয়ে দিতে পারে? শুরু হল নতুন চর্চা। বলা যায়, দেবের সৌজন্যে নতুন ন্যারেটিভ পেয়ে গিয়েছিল ভোটের রাজনীতি। সেই নিয়ে তর্ক-বিতর্ক চলে বিস্তর! তবে শেষমেশ ভোটের ফল দেখাল, সৌজন্যের রাজনীতিতেই ঘাটালে শেষ হাসি হেসেছেন দেব। গতবারের চেয়ে পৌনে এক লাখ ভোটের মার্জিন বাড়িয়ে তৃতীয়বারের জন্য সংসদ-যাত্রা নিশ্চিত করেছেন দেব (Dev)। বিজেপির অভিনেতা-বিধায়ক তথা এবারের প্রার্থী হিরণ চট্টোপাধ্যায়কে এক লক্ষ ৮২ হাজার ৪৪৬ ভোটে হারিয়েছেন তিনি। বুধবার থেকে সংসদ হিসেবে নতুন ইনিংস শুরু করলেন সুপারস্টার দেব ওরফে সাংসদ দীপক অধিকারী।